১৭ জানুয়ারি ২০২৫, ০৩ মাঘ ১৪৩১, ১৬ রজব ১৪৪৬
`

দুই তামিম শোতে জয় বরিশালের

ছেলে আরহামের সাথে বাবা তামিম ইকবাল। ফিফটি করা তানজিদ হাসান তামিম : ইন্টারনেট -

ফরচুন বরিশালের হয়ে এত দিন যৌথ সর্বোচ্চ ছয়টি করে হাফ সেঞ্চুরি ছিল সাকিব আল হাসান ও তামিম ইকবালের। সপ্তম ফিফটিতে সাকিবকে দুইয়ে ঠেলে সেই রেকর্ড নিজের করে নিয়ে চূড়ায় উঠলেন তামিম। তার অর্জনের দিনে তলানিতে থাকা ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে জয়ের পথে ফিরল বরিশাল। এ দিকে ঢাকার হয়ে তিনটি ফিফটি প্লাস রান করে লিটন দাসকে পেছনে ফেললেন তানজিদ হাসান তামিম। গতকাল চট্টগ্রাম পর্বে দুই তামিমের শো দেখেছেন ক্রিকেট ভক্তরা।
চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে তানজিদ হাসান তামিমের হাফ সেঞ্চুরিতে ১৯.৩ ওভারে ১৩৯ রান করে ঢাকা ক্যাপিটালস। তানজিদের ৪৪ বলে ৬২ রানের ইনিংসেই মূলত এই সংগ্রহ পায় ঢাকা। জবাবে তামিম ইকবালের হাফ সেঞ্চুরি এবং ডেভিড মালানের অপরাজিত ৪৯ রানের নৈপুণ্যে ১৬ ওভারেই ৮ উইকেটে জয় পায় বরিশাল।
আগের ম্যাচে শীর্ষে থাকা রংপুর রাইডার্সের কাছে হেরেছিল বরিশাল। জয়ে ফিরে তারা উঠে এসেছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। ছয় ম্যাচে চার জয়ে তাদের ৮ পয়েন্ট। অন্য দিকে ধুঁকতে থাকা ঢাকা ফিরেছে পুরনো চেহারায়। আগের ম্যাচে দুর্বার রাজশাহীকে রেকর্ড ব্যবধানে হারায় তারা। তাদের পয়েন্ট আট ম্যাচে স্রেফ ২।
ম্যাচসেরার পুরস্কার জেতা বরিশালের অধিনায়ক তামিম ৬১ রানের ইনিংস খেলেন ৪৮ বলে। তার ব্যাট থেকে আসে ছয়টি চার ও একটি ছক্কা। আবার ব্যর্থ হওয়া নাজমুল হোসেন শান্ত দ্রুত বিদায় নেয়ার পর দ্বিতীয় উইকেটে ডেভিড মালানের সাথে ৮০ বলে ১১৭ রান যোগ করেন তিনি। চলতি বিপিএলে প্রথমবার খেলতে নামা ইংলিশ ব্যাটার মালান অপরাজিত থাকেন ৪১ বলে তিন চার ও এক ছক্কায় ৪৯ রানে।
তামিমের সাথে মালানের জুটি ভাঙে যখন, তখন জয়ের দ্বারপ্রান্তে বরিশাল। থিসারা পেরেরার ইয়র্কার লেংথ ডেলিভারি পায়ে লেগে বোল্ড হন তামিম। এরপর পাকিস্তানি জাহানদাদ খান দু’টি ছক্কায় ৪ বলে অপরাজিত ১৩ রান করে দ্রুত খেলা শেষ করেন।
বরিশালের জার্সিতে সাকিব ২২ ইনিংসে করেছিলেন ছয়টি ফিফটি। তাকে টপকে যেতে তামিমের লেগেছে ৩০ ইনিংস। ৪৪ বলে এবারের আসরে দ্বিতীয় হাফ সেঞ্চুরির স্বাদ নিয়েছেন বাঁ হাতি ওপেনার। বরিশালের প্রথম ব্যাটার হিসেবে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তামিম। এই ম্যাচ খেলতে নামেন ৯৭৭ রান নিয়ে। এখন তার সংগ্রহ ৩৮.৪৪ গড় ও ১২৬.২৭ স্ট্রাইক রেটে ১০৩৮ রান।
এর আগে ব্যাটিংয়ের শুরুটা একেবারেই ভালো ছিল না ঢাকা ক্যাপিটালসের। পঞ্চম ওভারে রিপন মণ্ডল ফেরান লিটন দাসকে (১৩)। পাওয়ার প্লের শেষ ওভারে ব্যর্থ হয়ে ফিরে গেছেন মুনিম শাহরিয়ারও (০)। পাওয়ার প্লে শেষে দুই উইকেটে ৩৭ রান ছিল তাদের। অষ্টম ওভারের মধ্যে ফিরেন জিন পিয়ের কোয়েটজে (৮), সাব্বির রহমান (১০) ও থিসারা পেরেরা (০)। ঢাকার সংগ্রহকে ১২০ পার করিয়ে তানজিদও ফিরে যান। ৪৪ বলে দু’টি চার ও চারটি ছক্কায় ৬২ রান করে বিদায় নেন এই ওপেনার। শেষ দিকে ফারমানুল্লাহ শাফির ১৬ বলে ২২ রানের ইনিংসে ১৯.৩ ওভারে ১৩৯ রানে থামে ঢাকার ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর :
ঢাকা ক্যাপিটালস : ১৯.৩ ওভারে ১৩৯ (তানজিদ ৬২, লিটন ১৩, শাফি ২২, জাহানদাদ ১/১৫, রিপন ১/২৭, ফাহিম ২/২৩, মাহমুদুল্লাহ ৩/৩৯)।
ফরচুন বরিশাল : ১৬ ওভারে ১৪৫/২ (তামিম ৬১, শান্ত ২, মালান ৪৯*, জাহানদাদ ১৩*, আবু জায়েদ ১/২৮, পেরেরা ১/২৫)।
ফল : ফরচুন বরিশাল ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা : তামিম ইকবাল


আরো সংবাদ



premium cement