ইংল্যান্ডকে হারাল বাংলাদেশ
- ক্রীড়া প্রতিবেদক
- ১৬ জানুয়ারি ২০২৫, ০২:৪৮
হোক না প্রস্তুতি ম্যাচ। হোক না অনূর্ধ্ব-১৯ দলের খেলা। যেকোনো পর্যায়ের নারী ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয় এটি। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ নারী জাতীয় দল এর আগে কখনো ইংল্যান্ডের মেয়েদের হারাতে পারেননি। অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। কুয়ালালামপুরের রয়েল সেলাঙ্গর ক্লাবে দু’দিন আগে প্রথম ওয়ার্ম-আপ ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ইংলিশ মেয়েদের হারিয়ে ভালোভাবেই প্রস্তুতি সেরেছে সুমাইয়া আক্তারের দল। কুয়ালালামপুরে ম্যাচটি সুপার ওভারে দুই রানে জিতেছে বাংলাদেশ।
১১৪ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশ জয় তুলে নিতে পারত মূল ম্যাচেই। শেষ বলে বাংলাদেশের দরকার ছিল এক রান। হাতে ছিল এক উইকেট। শেষ বলে রানআউট হয়েছেন নিশিতা আক্তার নিশি। টাই হওয়া ম্যাচ এরপর গড়ায় সুপার ওভারে। প্রথমে ব্যাটিং নিয়ে সুপার ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ করে ১১ রান। ইংল্যান্ডের বাঁ হাতি স্পিনারের ওভারে একটা ছক্কা মেরেছেন সাদিয়া আকতার। ১২ রানের লক্ষ্যে নেমে হাবিবা আক্তারের করা সুপার ওভারে ইংল্যান্ড এক উইকেটে ৯ রানে আটকে যায়। দুই রানে জয় পায় বাংলাদেশ।
এর আগে টস জিতে ব্যাটিং নেন ইংল্যান্ড নারী অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক অ্যাবি নরগ্রোভ। তবে বাংলাদেশের আক্রমণাত্মক বোলিংয়ে প্রথমে ব্যাটিং নিয়ে সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১১৩ রান করে তারা। তিন ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন। যাদের মধ্যে নরগ্রোভ গোল্ডেন ডাক মেরেছেন। ইনিংস সর্বোচ্চ ২৮ রান করেন পৃথা থানাওয়ালা। ২৪ বলের ইনিংসে একটি করে চার ও ছক্কা মেরেছেন। বাংলাদেশের মোসাম্মৎ আনিসা আকতার সোবা পেয়েছেন তিন উইকেট। চার ওভারে খরচ করেন ১২ রান।
বিশ্বকাপের ওয়ার্মআপ ম্যাচের আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল এশিয়া কাপের ফাইনাল খেলেছে। টি-২০ সংস্করণের সেই ফাইনালে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে চার ম্যাচের টি-২০ সিরিজ ২-২ সমতায় ড্র করেছে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচ বাংলাদেশ হেরেছিল।
১৬ দলের বিশ্বকাপ শুরু হবে ১৮ জানুয়ারি, ফাইনাল ২ ফেব্রুয়ারি। বাংলাদেশ পড়েছে ‘ডি’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ও নেপাল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা