দুই রেকর্ড জোকোভিচের
- ক্রীড়া ডেস্ক
- ১৬ জানুয়ারি ২০২৫, ০২:৪৭
ক্যারিয়ারের পড়ন্ত সময়ে চলে এসেছেন নোভাক জোকোভিচ। এখন অন্যরা তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জিতে নেয় ম্যাচ। সাথে শিরোপাও। তবে এই পথ চলার মধ্যেও একের পর পর রেকর্ড গড়ে যাচ্ছেন এই সার্বিয়ান। এমনিতেই এবারের অস্ট্রেলিয়ার ওপেনে চ্যাম্পিয়ন হলে রেকর্ড ২৫ বারের গ্র্যান্ডস্লাম জেতা হবে তার। তবে এর আগে গতকাল সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড নিজের করে নিয়েছেন ৩৭ বছর বয়সের জোকোভিচ। ভেঙেছেন সুইজারল্যান্ডের রজার ফেদেরারের ৪২৯টি গ্র্যান্ডস্লাম ম্যাচ খেলার রেকর্ড। জোকোভিচের দখলে এখন ৪৩০ ম্যাচের খেলার কৃতিত্ব। আসরের তৃতীয় রাউন্ডে উঠতে তিনি ৩-১ সেটে হারিয়েছেন পর্তুগালের জাইমে ফারিয়াকে। তৃতীয় রাউন্ডে তার খেলা চেক রিপাবলিকের থমাস মাখাচের বিপক্ষে। কাল অন্য ম্যাচে জিতেছেন শিরোপার লড়াইয়ে জোকোভিচের প্রবল প্রতিপক্ষ কার্লোস আলকারাজও। এই স্প্যানিশ ৬-০, ৬-১ এবং ৬-৪ এ হারিয়েছেন জাপানোর ইওশিহিতো নিশিয়োকাকে।
অবশ্য খুব যে সহজে জোকোভিচ এই ম্যাচ জিতেছেন তা নয়। মেলবোর্নের রড লেভার এরিনায় প্রথম গেমে তিনি ৬-১ এ জিতলেও হেরে ৬-৭ এ হেরে যান দ্বিতীয় গেমে। যদিও এরপর আর টেনশনে পড়তে হয়নি আগে করোনা বিধিনিষেধের কারণে অস্ট্রেলিয়ান ওপেন মিস করা সার্বিয়ার খেলোয়াড়টিকে। তৃতীয় গেমে ৬-৩ এ জেতার পর ম্যাচ জয়ী চতুর্থ গেমে জয় তুলে নেন ৬-২ এ। জোকোভিচের আগে ফেদেরার যে রেকর্ডটি গড়েছিলেন তা ছিল ২০২১ সালে। এখন ফেদেরার অবসরে। সুতরাং নিজের রেকর্ডকে আরো এগিয়ে নিতে পারবেন জোকোভিচ।
ম্যাচ খেলার রেকর্ডের সাথে ম্যাচ জয়েরও আরেকটি রেকর্ড গড়েছেন তিনি। তা হলো ৩০ বছরের বেশি বয়সে এসে গ্র্যান্ডস্লামে ১৫০তম ম্যাচ জয়। টেনিসের সাবেক এক নাম্বার জোকোভিচ এখন র্যাংকিংয়ে সাত নাম্বারে।
কাল ম্যাচ জয়ের পর জোকোভিচ তার প্রতিক্রিয়ায় জানান, আমি সব সময়ই খেলা পছন্দ করি। ভালোবাসি প্রতিদ্বন্দ্বিতা। প্রতিটি সিঙ্গেল ম্যাচেই আমি সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করি। গত ২০ বছর ধরে আমি প্রতি গ্র্যান্ডস্লামেই সেরাটা দেয়ার চেষ্টা করেছি। তা ম্যাচে জয় বা হার যেটাই হোক না কেন।
জোকোভিচ ও ফেদেরারের বাইরে গ্র্যান্ড স্লামে ৪০০ এর বেশি ম্যাচ খেলা অপর খেলোয়াড়টি হলেন মহিলা। তিনি যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস (৪২৩ ম্যাচ)।
কাল দুই পুরুষ তারকার জয়ের দিনে হেরেছেন চীনের ঝ্যাং কুইনওয়েন। গত আসরের মহিলা বিভাগের রানার্সআপ ঝ্যাংকে ৭-৬,৬-৩ এ হারিয়েছেন জার্মানির বর্ষীয়ান লওরা সেইজেমুন্ড। এটি এবারের আসরের এই মুহূর্ত পর্যন্ত সবচেয়ে বড় অঘটন। জাপানের নওমি ওসাকা ২-১ সেটে ( ১-৬, ৬-১, ৬-৩ ) হারিয়েছেন চেক রিপাবলিকের ক্যারোলিনা মুচোভাকে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা