ফরেস্টে ফের হোঁচট লিভারপুলের
- ক্রীড়া ডেস্ক
- ১৬ জানুয়ারি ২০২৫, ০২:৪৭
ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত ফুটবল খেলছে লিভারপুল। সেই ধারায় পয়েন্ট টেবিলেও সবার ওপরে অবস্থান আর্নে স্লটের দলের। এই লিভারপুলের বিপক্ষে গত বছর ১৪ সেপ্টেম্বর লিগ ম্যাচের প্রথম দেখায় অ্যানফিল্ডে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছিল নটিংহ্যাম ফরেস্ট। মাস চারেক আগে সেই সুখস্মৃতিকে সামনে নিয়ে গত পরশু ঘরের মাঠে আত্মবিশ্বাসী ছিল উড়তে থাকা নুনো এসপিরিটো সান্টোর দল। ম্যাচের শুরুতেই ক্রিস উডের গোলে এগিয়ে গিয়ে জয়ের আশাও জাগিয়েছিল নটিংহ্যাম ফরেস্ট। অনেকটা সময় ধরে প্রতিপক্ষের গোলমুখে ম্রিয়মান লিভারপুল অবশেষে দিয়োগো জোথার গোলে প্রাণ ফিরে পেল। বদলি নামার ২২ সেকেন্ড পরই জালের দেখা পেলেন তিনি। ফরেস্টের মাঠে পয়েন্ট হারাতে হারাতে শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে ফিরল লিভারপুল।
প্রিমিয়ার লিগে এদিন আবার হোঁচট খেল ধুকতে থাকা ম্যানচেস্টার সিটি। ব্রেন্টফোর্ডের মাঠে ফিল ফোডেনের জোড়া গোলে প্রথমে ২-০তে এগিয়ে গিয়েছিল পেপ গার্দিওলার দল। কিন্তু সেই লিড ধরে রাখতে পারেনি সিটিজেনরা। ৮২ মিনিটে ইয়নি উইসা ব্যবধান কমানোর পর নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সমতা টানেন ক্রিশ্চিয়ান নরগার্ড। ২-২ গোলে ড্র নিয়ে ফেরে ম্যান সিটি। দিনের অন্য ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে চেলসি। ফুলহ্যামকে নিজেদের মাঠে এদিন ৩-২-এ হারিয়েছে ওয়েস্ট হ্যাম। এই ড্র’র পরও ২০ ম্যাচ শেষে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে আর্নে স্লটের লিভারপুল। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তিনে আর্সেনাল। এক ম্যাচ বেশি খেলে ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে নটিংহ্যাম ফরেস্ট। ২১ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। চারে থাকা চেলসির পয়েন্ট ৩৭। সিটির পরেই ৩৪ পয়েন্ট নিয়ে আছে বোর্নমাউথ। ২১ ম্যাচ শেষে ৩০ পয়েন্ট নিয়ে নবম স্থানে ফুলহ্যাম। সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে ওয়েস্ট হ্যাম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা