১৬ জানুয়ারি ২০২৫, ০২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬
`

মিস্টার বাংলাদেশ আর নেই

-

বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক, কুস্তি ফেডারেশনের সদস্য ও সাবেক মিস্টার বাংলাদেশ নজরুল ইসলাম (৭০) আর নেই। গতকাল ভোরে রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বৃদ্ধা মা, স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। বাদ জোহর বংশাল বড় জামে মসজিদে নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
ক’দিন ধরেই শরীরটা ভালো যাচ্ছিল না সাবেক মিস্টার বাংলাদেশের। দু’দিন ধরে আইসিইউতে ভর্তি ছিলেন। শেষ পর্যন্ত হাসপাতাল থেকে আর বাড়ি ফেরা হলো না তার। নজরুল এক যুগেরও বেশি সময় বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
আরমানিটোলা সরকারি পাইলট উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করে ঢাকা কলেজ পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিদ্যা বিভাগে ভর্তি হন। খেলোয়াড়ি জীবনে বডিবিল্ডিং, কুস্তি ও জুডো চর্চা করেছেন। জাতীয় কুস্তি প্রতিযোগিতায় দু’বার রুপা জিতেছেন। জুডোতে ব্রাউন বেল্ট পেয়েছেন। এ ছাড়া বডিবিল্ডিং প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে স্বর্ণ জিতে পেয়েছেন মিস্টার বাংলাদেশ খেতাব। ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক হলের ছাত্র সংসদের সহক্রীড়া সম্পাদক ছিলেন। এরপর ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের সময় এফএইচ হল ব্যায়ামাগার প্রতিষ্ঠাসহ বডিবিল্ডং প্রতিযোগিতা আয়োজন করেন। তিনি বাংলাদেশের একমাত্র বডিবিল্ডিং জাজ যার আন্তর্জাতিক শরীর গঠন প্রতিযোগিতায় বিচারক হওয়ার অভিজ্ঞতা ছিল।
বছর দেড়েক আগে জাতীয় প্রতিযোগিতায় একজন বডিবিল্ডারের লাথি কাণ্ডে শরীর গঠন ব্যাপক আলোচনায় আসে। বডিবিল্ডিং ফেডারেশন প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সারা বাংলাদেশে এমন আলোচনা হয়নি কখনো। ফেডারেশনের ফলাফল পক্ষপাত নিয়েও প্রশ্ন ওঠে। পরবর্তীতে জাতীয় ক্রীড়া পরিষদ তদন্ত কমিটি করে কমিটির মেয়াদোত্তীর্ণের পর তাকে বাদ দিয়ে অ্যাডহক কমিটি করে।
তার বিদায়ে বাংলাদেশের শরীর গঠনে শূন্যতা বিরাজ করবে। নজরুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ), বাফুফে, বাংলাদেশ জিম মালিক সমিতি, শরীরগঠন ফেডারেশন, কুস্তি ফেডারেশন, ভারোত্তোলন ফেডারেশন।

 


আরো সংবাদ



premium cement