১৬ জানুয়ারি ২০২৫, ০২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬
`

উইজডেন বর্ষসেরা ওয়ানডে একাদশে তাসকিন

-

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ সময় কাটাচ্ছেন তাসকিন আহমেদ। ছয় ম্যাচ শেষে ১৪ উইকেট নিয়ে বিপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি। সর্বশেষ বছরেও এমন দুর্দান্ত ছন্দে ছিলেন বাংলাদেশী পেসার। তার পুরস্কারই যেন এবার পেলেন তাসকিন। উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন তিনি। সীমিত ওভারের সংস্করণে সাত ম্যাচ খেলে ১৪ উইকেট নেন ২৯ বছর বয়সী পেসার। শুধু ওয়ানডেতেই নয়, অন্য দুই সংস্করণেও দুর্দান্ত ছিলেন। সব মিলিয়ে ৩৪ ইনিংসে নিয়েছেন ৬৪ উইকেট। যা বাংলাদেশের হয়ে গত বছর সর্বোচ্চ। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া, রানার্স আপ ভারত, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের কোনো ব্যাটার একাদশে জায়গা পায়নি।
উইজডেনের বর্ষসেরা একাদশ
সাইম আইয়ুব, পাথুম নিশাঙ্কা, কেসি কার্টি, কুশল মেন্ডিস, আজমতউল্লাহ ওমরজাই, লিয়াম লিভিংস্টোন, শেরফান রাদারফোর্ড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহীন শাহ আফ্রিদি, আল্লাহ গজনফার ও তাসকিন আহমেদ।

 


আরো সংবাদ



premium cement