১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

সিলেট পর্বে ৪১৫৪ রান ১৪০ উইকেট

৬ ম্যাচে ২৫১ রান সিলেট স্ট্রাইকার্সের জাকির হাসানের : ইন্টারনেট -


চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকার পর সিলেটেও রানের ফোয়ারা দেখা গেছে। এই পর্বে মোট রান হয়েছে ৪১৫৪। লিটন দাস ও তানজিদ হাসান তামিমের সেঞ্চুরিতে এক উইকেটে সর্বোচ্চ ২৫৪ রানের পুঁজি ঢাকা ক্যাপিটালসে। রেকর্ড ১৪৯ রানে হারিয়েছিল প্রতিপক্ষ দুর্বার রাজশাহীকে। সর্বনিম্ন ১০ উইকেট হারিয়ে ১১১ রানও ঢাকার। ১২ ম্যাচে মোট ১৪০ উইকেটের পতন ঘটেছে।
রাজশাহীর হয়ে খেলা পেসার তাসকিন আহমেদ এক ম্যাচে ৭ উইকেট নিয়ে মাইলফলকে পৌঁছেছিলেন। রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান টুর্নামেন্টের সবচেয়ে বিধ্বংসী ইনিংসটা খেলেছেন। ফরচুন বরিশালের বিপক্ষে শেষ ওভারে জয়ের জন্য ২৬ রান দরকার হলে, কাইল মায়ার্সের করা ওভারে সোহান ৩টি করে চার-ছক্কায় ৩০ রান করেন। ৭ বলে ৩২ রানে অপরাজিত ছিলেন তিনি। স্ট্রাইক রেট ৪৭৪.১৪। সর্বোচ্চ ১৬টি করে ছক্কা মেরেছেন খুশদিল শাহ, ইয়াসির আলী ও তানজিদ হাসান।

সিলেট পর্ব শেষে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হবে চট্টগ্রাম পর্বের ম্যাচগুলো। সিলেট পর্ব শেষে ৭ ম্যাচে ৭ জয় নিয়ে শীর্ষে আছে রংপুর রাইডার্স। বিপরীত চিত্র ঢাকা ক্যাপিটালসের। টানা ৬ ম্যাচ হারা দলটি সিলেটে গিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে। তাদের অবস্থান তলানিতে। এ ছাড়া ব্যক্তিগত পারফরম্যান্সে উইলো হাতে শীর্ষে আছেন জাকির হাসান ও বল হাতে তাসকিন আহমেদ।
এখন পর্যন্ত পাঁচটি করে ম্যাচ খেলেছে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। পাঁচ ম্যাচ ৩ জয়ে তিন নম্বরে আছে তামিম ইকবালের বরিশাল। আর ২ জয়ে চারে খুলনা টাইগার্স। পয়েন্ট টেবিলের ২ নম্বরে আছে সবচেয়ে কম ম্যাচ খেলা চিটাগং কিংস। ৪ ম্যাচে ৩ জয়ে তাদের পয়েন্ট ৬। বরিশালের পয়েন্ট একই হলেও নেট রানরেটে এগিয়ে গেছে চিটাগং।

গত সোমবার রাতে খুলনা টাইগার্সকে অবিশ্বাস্যভাবে ৮ রানে হারিয়ে টানা সপ্তম জয় পেয়েছে রংপুর রাইডার্স। এই জয়ে ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফ অনেকটাই নিশ্চিত করে ফেলেছে তারা। সমান ৭ ম্যাচ খেলে ঢাকার পয়েন্ট মাত্র ২। ৬টি করে ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স এবং দুর্বার রাজশাহী। উভয় দল ২টি করে ম্যাচ জিতেছে। সিলেট স্ট্রাইকার্সের অবস্থান পাঁচে আর দুর্বার রাজশাহী ছয়ে।
ব্যক্তিগত পারফরম্যান্সে দেশীয় খেলোয়াড়দের জয়জয়কার। সিলেটেও ব্যতিক্রম হয়নি। বোলিংয়ের শীর্ষ পাঁচের চারজনই বাংলাদেশী। ব্যাটিংয়েও একই অবস্থা। প্রথম ২০ ম্যাচ শেষে ব্যাটিংয়ে সবার ওপরে আছেন সিলেট স্ট্রাইকার্সের ব্যাটার জাকির হাসান। ৬ ম্যাচে ৬ ইনিংসে ব্যাট করে তার রান ২৫১। তিনটি ফিফটি ও ১৪৯.৪০ স্ট্রাইক রেটে ব্যাট করা জাকির মেরেছেন ১৪টি ছক্কা।
চিটাগং কিংসের পাকিস্তানি ব্যাটসম্যান উসমান খানের চেয়ে দুই ম্যাচ বেশি খেলেও মাত্র ২ রানে এগিয়ে জাকির। উসমান ৪ ইনিংসে ১ সেঞ্চুরিতে করেছেন ২৪৯ রান। স্ট্রাইক রেট ১৭১.৭২। ঢাকা ক্যাপিটালসের দুই সেঞ্চুরিয়ান তানজিদ হাসান (২৪৬) ও লিটন দাসও (২৪০) আছেন শীর্ষ পাঁচে। লিটন ১৯৮ রান করেছেন শেষ দুই ম্যাচে।

তৃতীয় স্থানে রয়েছেন ২৪৬ রান করা ঢাকা ক্যাপিটালসের তানজিদ হাসান তামিম। শুরুর চার ম্যাচে অফ ফর্মে থাকা লিটন শেষ দুই ম্যাচে এক সেঞ্চুরি ও এক হাফ সেঞ্চুরি করে ৪ নম্বরে উঠে এসেছেন। ৬ ম্যাচে তার রান ২৪০। ২২৮ রান করে রংপুরের সাইফ হাসান আছেন ৫ নম্বরে।
বল হাতে ছয় ম্যাচে শীর্ষে থাকা দুর্বার রাজশাহীর তাসকিন আহমেদের শিকার ৬.৭২ ইকোনমিতে ১৪ উইকেট। খুলনা টাইগার্সের আবু হায়দার রনি ১১ উইকেট নিয়ে আছেন ২ নম্বরে। সমান উইকেট নিয়ে সিলেটের তানজিম হাসান সাকিব তৃতীয় অবস্থঅনে। উইকেট শিকারে শীর্ষ তিনজনই পেসার। রংপুর রাইডার্সের খুশদিল শাহ ৯ উইকেট নিয়ে ৪র্থ স্থানে। রংপুরের শেখ মাহেদী হাসান সমান ৮ উইকেট নিয়ে পঞ্চমে।
রংপুরের ইংলিশ ক্রিকেটার আলেক্স হেলসের সাথে ঝামেলায় জড়িয়ে আলোচনায় আসেন তামিম ইকবাল। হেলসের দাবি ছিল, তামিম তাকে অতীত টেনে খোঁচা দিয়েছেন। তামিমের দাবি, সে রকম কিছুই তিনি বলেননি। উল্টো হেলস বরিশালের জুনিয়র এক ক্রিকেটারকে বাজে ভাষায় সেøজ করেছেন। যদিও জরিমানাটা তামিমই গুনেছেন এক ডিমেরিট পয়েন্ট পেয়ে।
আগামীকাল ১৬ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বিপিএলের তৃতীয় পর্ব। সেখানে ৬ দিনে মাঠে গড়াবে ১২ ম্যাচ। ২৩ জানুয়ারি শেষ হবে চট্টগ্রাম পর্বের খেলা। এরপর ঢাকায় ২৬ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত হবে গ্রুপ পর্ব, এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনাল।

 


আরো সংবাদ



premium cement