১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

ঢাকার ক্লাবগুলোর আলটিমেটাম বিসিবিকে

-

বিসিবির গঠনতন্ত্র সংশোধনবিষয়ক কমিটির প্রাথমিক প্রস্তাবনায় ঢাকার ক্লাবগুলোর পরিচালক ও কাউন্সিলর সংখ্যা ব্যাপকহারে কমিয়ে জেলা-বিভাগীয় পর্যায়ে পরিচালক সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। বিসিবির বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী পরিচালক সংখ্যা ২৫। ঢাকার ক্লাবগুলো থেকে ১২ জন, জেলা-বিভাগীয় পর্যায় থেকে ১০, সাবেক ক্রিকেটার কোটা থেকে এক ও জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দু’জন মিলে গঠিত হয় পরিচালনা পর্ষদ। গঠনতন্ত্র সংশোধনের প্রাথমিক খসড়ায় ঢাকার ক্লাবগুলোর মধ্যে পরিচালক সংখ্যা ১২ থেকে কমিয়ে চার এবং কাউন্সিলর সংখ্যা ৭৬ থেকে কমিয়ে মাত্র ৩০ (প্রিমিয়ার ১২, প্রথম বিভাগ ৮, দ্বিতীয় বিভাগ ৬ ও তৃতীয় বিভাগ ৪) করা হয়েছে।
বিষয়টি জানতে পেরে ঢাকার ক্লাবগুলো গতকাল বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামসংলগ্ন একটি হোটেলে মতবিনিময় সভা করে এর জোর প্রতিবাদ জানিয়েছে। এতে প্রিমিয়ার থেকে তৃতীয় বিভাগ পর্যন্ত ৬৭ ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দেশের ক্রিকেট মিরপুর নির্ভর হলেও অনেক ক্লাবই মতিঝিল-গোপীবাগ কেন্দ্রিক।
সেই মতবিনিময় সভা শেষে বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং ক্লাব সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম বাবু বলেন, ‘গঠনতন্ত্র সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে ক্রিকেটকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। আমরা ঢাকার সব ক্লাবের পক্ষ থেকে বিসিবিকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিলাম। এ সময়ের মধ্যে যদি সংশোধনের প্রক্রিয়া নিয়ে পদক্ষেপ না নেয় তাহলে আমরা শনিবার (১৮ জানুয়ারি) বোর্ড সভাপতির সাথে বসব। সেখানেও সমাধান না হলে ঢাকার ক্লাবগুলো খেলায় অংশগ্রহণ থেকে বিরত থাকব।’

লিজেন্ডস অব রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান বাদল বলেন, ‘মামলা মাথায় নিয়ে দেশের বাইরে থেকেও দল গড়েছি। ঢাকার সকল পর্যায়ের ক্লাবগুলো বছরে ১০০ কোটি টাকা খরচ করে। বিপরীতে এই প্রস্তাবনা রীতিমতো অপমানজনক। দাবি পূরণ না হলে প্রিমিয়ারে দলবদল কার্যক্রম স্থগিত রাখব।’
বিসিবির সাবেক পরিচালক জিএস হাসান তামিম গঠনতন্ত্র সংশোধন প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, ‘সিসিডিএমের পালস হয়তো তারা বোঝেনি। হেলাফেলাভাবে দেখা উচিত হয়নি।’
বিসিবি গঠনতন্ত্র সংশোধনের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে। সেই কমিটির আহ্বায়ক বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের একান্ত সচিব সাইফুল ইসলামসহ আরো তিন আইনজীবী। ফাহিম অত্যন্ত ক্রিকেট জ্ঞানসম্পন্ন ব্যক্তি। কিন্তু গঠনতন্ত্র সংশোধন কমিটির আহ্বায়ক হয়ে বেশ বিতর্কের মধ্যে পড়েছেন। এ দিকে তারও পদত্যাগ চাওয়া হয়েছে। মজার বিষয় হচ্ছে কমিটি এখনো সংযোজিত গঠনতন্ত্র পেশ করেনি। কয়েক ধাপ পরে সেটি অনুমোদন হওয়ার কথা। তার আগেই ক্লাবগুলোর এই সতর্কতা।




আরো সংবাদ



premium cement