১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

রেসে থাকল ব্রাদার্স

ব্রাদার্স ১-০ ফর্টিস, পুলিশ ২-১ ওয়ান্ডারার্স
গোল দিয়ে সেজদায় লুটিয়েপড়া ব্রাদার্স ইউনিয়নের কায়সার আলী রাব্বির সাথে আরেক ফুটবলার : বাফুফে -

বসুন্ধরা কিংসের কাছে হারে এবারের বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপ শুরু করেছিল ব্রাদার্স ইউনিয়ন। এরপর অবশ্য ওয়ান্ডারার্সকে ৮ গোলে উড়িয়ে ঘুরে দাঁড়ায়। কাল ফর্টিস এফসির বিপক্ষে ছিল গোপীবাগের দলটির বাঁচা মরার লড়াই। কোয়ালিফায়ারে খেলার আশা জিইয়ে রাখতে ময়মনসিংহের রফিকউদ্দিন স্টেডিয়ামে জয়ের বিকল্প ছিল না ওমর সিসের দলের। অন্য দিকে এ ম্যাচে জিতলেই কোয়ালিফায়ারে খেলার ছাড়পত্র মিলতো ফর্টিসের। ‘এ’ গ্রুপের এই ম্যাচ জিতে ব্রাদার্স টিকিয়ে রেখেছে কোয়ালিফায়ারে খেলার আশা। ফরোয়ার্ড কায়সার আলী রাব্বীর কিকে তাদের ১-০ গোলে জয়। ফলে তিন ম্যাচ শেষে নামের পাশে ৬ পয়েন্ট জমা করেছে ব্রাদার্স। আর ফর্টিস ৭ পয়েন্ট নিয়ে শেষ করেছে গ্রুপ পর্ব। এখন ব্রাদার্স ও বসুন্ধরা যদি পরের ম্যাচে জিতে যায় তাহলে কপাল পুড়বে ফর্টিসের। ৬ পয়েন্ট পাওয়া বসুন্ধরার ম্যাচ বাকি ওয়ান্ডারার্সের সাথে। আর ব্রাদার্সে প্রতিপক্ষ পুলিশ। গতকাল কিংস এরিনায় বাংলাদেশ পুলিশ ২-১ গোলে হারিয়েছে। তাদেরও কোয়ালিফায়ারে যাওয়াটা নির্ভর করছে যদি কিন্তুর ওপর। পুলিশের পয়েন্ট ৪।
ময়মনসিংহে ব্রাদার্সের জয়ের নেপথ্যে কায়সার আলী রাব্বী ও আশরাফুল ইসলাম রানা। ৩৬ মিনিটে রাব্বী ম্যাচের একমাত্র গোলটি করেন সাজ্জাদের পাস থেকে। এরপর ফর্টিসের ম্যাচে ফেরার সব চেষ্টাই ব্যর্থ করে দেন গোলরক্ষক রানা। ফলে ম্যাচ সেরাও হয়েছেন জাতীয় দলের সাবেক এই গোলরক্ষক।

কিংস এরিনায় ওয়ান্ডারার্স প্রথমে লিড নিয়েছিল পুলিশের বিপক্ষে। পেনাল্টি থেকে শত বছরের পুরনো ক্লাবকে এগিয়ে নেন মোহাম্মদ ইমন। ৪০ মিনিটে বক্সে শেখ মাহিদ ফাউলের শিকার হলে স্পট কিকের সৃষ্টি। মনে হচ্ছিল জয়ের দেখাই পাবে প্রিমিয়ারে নবাগতরা। ৮৩ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল তারা। এরপর তিন মিনিটে পুলিশের দুই গোল ম্যাচ থেকে ছিটকে ফেলে ওয়ান্ডারার্সকে। ৮৪ মিনিটে মান্নাফ রাব্বী গোল সমতা আনার পর ৮৬ মিনিটে পুলিশ দ্বিতীয় গোল করে এহসানুর রহমানের কল্যাণে। এতেই জয় নিশ্চিত পুলিশের। ম্যাচ সেরা হয়েছেন মান্নাফ রাব্বী।

 


আরো সংবাদ



premium cement