১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

শোয়েবের কাছে শিখতে চাই : নাহিদ

-

সবশেষ পাকিস্তান সফরে বল হাতে গতির ঝড় তুলেছিলেন নাহিদ রানা। সাম্প্রতিক সময়ে দারুণ বোলিংয়ে প্রশংসা কুড়িয়েছেন ইয়ান বিশপ, হার্শা ভোগলে, শাহীন শাহ আফ্রিদিদের। পাকিস্তান সফরের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজে গিয়েও ভালো করেছিলেন। রংপুর রাইডার্সের হয়ে ছন্দে আছেন। ধারাবাহিক পারফরম্যান্সে ফল হিসেবে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন তিনি। গোল্ড ক্যাটাগরি থেকে বাংলাদেশের পেসারকে দলে নিয়েছে পেশাওয়ার জালমি। এবারই প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ পাচ্ছেন নাহিদ। ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক হিসেবে আছেন বাবর আজম।
পেশাওয়ারে নাহিদ সতীর্থ হিসেবে পাচ্ছেন সাইম আইয়ুব, টম কোহলার-ক্যাডমোর, মোহাম্মদ হারিস, কর্বিন বশ ও নাজিবউল্লাহ জাদরানকে। প্রথমবারের মতো বিদেশী ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়ে খুশি নাহিদ। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে।’

গতির জন্য বিশ্বজুড়ে জনপ্রিয় শোয়েব আখতার। ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটারে বোলিং করে সর্বোচ্চ গতিতে বোলিংয়ের রেকর্ডটা তার দখলে। পিএসএল খেলতে পাকিস্তানে গেলে শোয়েবের সাথে দেখা হওয়ার সুযোগ থাকবে নাহিদের। নাহিদ বলেন, ‘একজন কিংবদন্তি বোলারের সাথে দেখা হলে অনেক কিছু শেখা যায়। যদি সুযোগ হয়, কিছু শেখার চেষ্টা করব।’

নাহিদ খাটি স্বর্ণ
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) চলতি আসরে দল পাওয়া টাইগার পেসার নাহিদ রানাকে নিয়ে মন্তব্য করেছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার ড্যানি মরিসন। তার মতে নাহিদ ‘খাঁটি স্বর্ণ।’ চলতি বিপিএলে ধারাভাষ্যকার দিতে ১০ বছর পর বাংলাদেশে এসেছেন ড্যানি।
নাহিদ রানাকে নিয়ে ড্যানি বলেন, ‘ও আসলেই স্বর্ণ, খাঁটি স্বর্ণ। এবার পাকিস্তানিরা কিছু সময়ের জন্য তাকে পেয়েছে। তার মতো একজন খেলোয়াড় তৈরি হওয়া নিয়ে অনেকেই মনে করেন এটা ডিএনএ-র ব্যাপার। তবে এটি তেমনটা নয়। কিছু ছেলে থাকবে যারা সময় বা কার্যকলাপের সাথে খাপ খাইয়ে টিকে থাকতে পারবে। আমি মনে করি নাহিদ ঠিক এমন একজন।’


আরো সংবাদ



premium cement