বাদ দুই সরকারি কর্মকর্তা
- ক্রীড়া প্রতিবেদক
- ১৫ জানুয়ারি ২০২৫, ০৩:৪৩
বাংলাদেশ নারী ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের সাথে যুক্ত হওয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দুই প্রতিনিধিকে বাদ দেয়া হয়েছে। তাদের খরচের ভার বহন করার দায়িত্ব ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের নির্দেশে তাদের বাদ দেয়া হয়েছে। এরা হলেন- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব (ক্রীড়া-১ অনুবিভাগ) ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন এবং জাতীয় ক্রীড়া পরিষদের ডকুমেন্টেশন কাম লিয়াজোঁ অফিসার মো: রুহুল আমিন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। আমাদের ক্রীড়া উপদেষ্টার নির্দেশনা হচ্ছে, যখন কোনো ফেডারেশনের টিম বিদেশে যাবে, যারা পেশাদার; যারা সম্পৃক্ত, তাদের বিদেশ পাঠাতে হবে। ওয়েস্ট ইন্ডিজে যে দুজন কর্মকর্তা অন্তর্ভুক্ত ছিলেন, তাদের বাদ দিয়ে নতুন করে পাঠিয়েছি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা