২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`
নারী ফুটবল লিগ

পুল হলে খেলবে না বসুন্ধরা কিংস

-

বাফুফের মহিলা ফুটবল লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। তবে গত লিগে এই দলটি অংশ নেয়নি। তা বাফুফের সাথে দূরত্বের কারণে। যদিও প্রথমে শোনা গিয়েছিল দলের ফুটবলাররা মাত্রাতিরিক্ত টাকা চাওয়ায় তাদের ওপর বিরক্ত হয়েছিলেন বসুন্ধরা কিংসের কর্মকর্তারা। বসুন্ধরা কিংস গত নারী ফুটবল লিগে না খেলায় লোকসান হয়েছিল খেলোয়াড়দেরই। আগে যে ফুটবলাররা চার-পাঁচ লাখ টাকা করে পেয়েছিলেন, তাদের অন্য ক্লাবে খেলতে হয়েছিল অনেক কম টাকায়। এবার ফের মহিলা লিগ আয়োজন করতে যাচ্ছে বাফুফের মহিলা উইং। আগের বছরগুলোতে এক দুই ক্লাবে সব তারকা খেলোয়াড়রা যোগ দিতেন। এতে তাদের সবার খেলার সুযোগই হতো না। তবে যে টাকার জন্য তাদের খেলতে আসা তা তারা পেতেন। তা ছাড়া এক দলে সব তারকা ফুটবলার যোগ দেয়ায় অন্য দলগুলো হয়ে যেত দুর্বল। তাই এবার সব দলের মধ্যে শক্তির ভারসাম্য আনার জন্য লিগে পুল প্রথা প্রবর্তনের সিদ্ধান্ত মহিলা কমিটির। তবে পুল প্রথা হলে মহিলা লিগে খেলবে না বসুন্ধরা কিংস। জানান ক্লাব সভাপতি ইমরুল হাসান।
তার মতে, ‘পুল প্রথা হলে আমরা বসুন্ধরা কিংস এবারের মহিলা লিগে খেলব না। আমরা কোনোভাবেই মহিলা লিগে পুল প্রথায় বিশ্বাসী নই। পুল হলে ভালো ক্লাবে নির্দিষ্ট কয়েক খেলোয়াড়ই চান্স পাবেন। বাকিরা ছোট দলে যেতে বাধ্য হবেন। সে সাথে ফুটবলাররা টাকাও পাবেন না।’ তিনি যোগ করেন, ‘পুল হলে ক্লাব ফুটবলারদের পেছনে ছুটবে না। ফুটবলারদেরই ক্লাবের দ্বারে দ্বারে ঘুরতে হবে।’ সে সাথে ইমরুল হাসান মহিলা লিগে বিদেশী খেলোয়াড় অন্তর্ভুক্ত করার দাবিও জানান।

 


আরো সংবাদ



premium cement
মঠবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু সিলেট মহানগর বিএনপি সভাপতি ও সম্পাদককে শোকজ চ্যাম্পিয়নস লিগে অবিশ্বাস্য রাত, মহানাটকীয় ম্যাচে বার্সার জয় মিউনিখ নিরাপত্তা সম্মেলনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে ভারতীয় গণমাধ্যম কেন সরব? হামাসের আক্রমণ প্রতিরোধে ব্যর্থতা : পদত্যাগের ঘোষণা ইসরাইলি সেনাপ্রধানের জামায়াতের সাবেক উপজেলা আমির কাশেম মণ্ডলের পিএইচডি অর্জন আঞ্চলিক ক্রিকেট সংস্থার স্বীকৃতি চায় ময়মনসিংহ যুক্তরাষ্ট্রে আরো রোহিঙ্গা পুনর্বাসনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ‘ছাত্রশিবিরের নামে নানারকম প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল’

সকল





up