বাংলাদেশে নতুন খেলা ল্যাক্রোস
- ক্রীড়া প্রতিবেদক
- ১৫ জানুয়ারি ২০২৫, ০৩:৪২
বাংলাদেশে ৫৫টি ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনে উপস্থিতি। এখন নতুন একটি অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু হতে যাচ্ছে। আর তা হচ্ছে বাংলাদেশ ল্যাক্রোচ অ্যাসেসিয়েশন। হকি, ব্যাডমিন্টন ও ফুটবলের সমন্বয়ে এই ল্যাক্রোচ খেলা অলিম্পিক ইভেন্ট। হকি স্টিকের মতো স্টিক। তাতে থাকে নেট সংযুক্ত বক্স। দেখতে ব্যাডমিন্টন বা টেনিসের র্যাকেট মতো। সেই নেটের বক্সে টেনিস বলের মতো বল ঢুকিয়ে দৌড়। এরপর হ্যান্ডবলের গোলপোস্টের মতে পোস্টে বল পাঠিয়ে গোল করা। ২০২৩ সালে প্রতিষ্ঠিত এই ল্যাক্রোচ অ্যাসোসিয়েশন। এখন আগামী ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি বাফুফের টার্ফে হবে প্রথম ল্যাক্রোস টুর্নামেন্ট। জানান বাংলাদেশ ল্যাক্রোচ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা