সুপার কাপ চ্যাম্পিয়ন ‘সুপার’ বার্সা
- ক্রীড়া ডেস্ক
- ১৪ জানুয়ারি ২০২৫, ০০:০৫
চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের জমাজমাট এক লড়াইয়ের সাক্ষী হওয়া যাবে, এমনটাই আশায় ছিলেন অনেকে। আগের এল ক্লাসিকোতে ৪-০ গোলে বিধস্ত হওয়া রিয়াল মাদ্রিদ ছিল প্রতিশোধের খোঁজে। অন্য দিকে তারুণ্যনির্ভর দল নিয়ে চিরচেনা প্রতিপক্ষকে আবার ঘায়েল করার ছক কষছিল বার্সেলোনা। রিয়াল নয়, নিজেদের পরিকল্পনায় শতভাগ সফল হয়েছে বার্সা। প্রতিশোধ তো অনেক দূরের কথা, কাতালান ক্লাবটির বিপক্ষে একেবারে পাত্তাই পেল না আগের আসরের চ্যাম্পিয়নরা। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে গত পরশু দুই দলের দ্বৈরথটাকে এক পেশে বানিয়ে ৫-২ গোলের দুর্দান্ত জয়ে শিরোপা পুনরুদ্ধার করল ‘সুপার’ বার্সা।
সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে বসেছিল এবারের সুপার কাপের ফাইনালের মঞ্চ। মরুর বুকে শিরোপা নির্ধারণী ম্যাচে রীতিমতো ঝড় তুলে রেকর্ড ১৫বার সুপার কাপের ট্রফি জিতল বার্সা। ফাইনালে ছন্নছাড়া রিয়ালের রক্ষণভাগ নিয়ে ছেলেখেলা করে জোড়া গোল করেন রাফিনহা, একটি করে গোল করেছেন লামিনে ইয়ামাল, রবার্ট লেভানোদোভস্কি ও আলেক্সান্দ্রো বালদে।
বড় হার হজমের আগে ম্যাচের প্রথম গোলের দেখা পেয়েছিল রিয়ালই। ম্যাচের ৫ মিনিটে কিলিয়ান এমবাপ্পের সেই গোলের পর প্রথমার্ধে এক হালি গোল খেয়ে সেখানেই ম্যাচ থেকে ছিটকে যায় রিয়াল। বিরতির পর রাফিনহার জোড়া গোল পূর্ণ করায় ব্যবধান হয় ৫-১। এক দিক থেকে লস ব্লাঙ্কোসদের ভাগ্য ভালোই বলতে হয়, ৫৬ মিনিটে গোলরক্ষক ভয়চেক সেজনি লাল কার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় বার্র্সা। না হয় যেভাবে পূর্ণ আধিপত্যে কার্লো অ্যানচেলোত্তির শিষ্যদের নাজেহাল করছিল বার্সা, তাতে আরো বড় হারের স্বাক্ষী হতে পারত তারা।
লাল কার্ড দেখে ভয়চেক ফিরলে মাঠে নামেন ইনাকি পেনা। পরে ডি বক্সের খুব কাছ থেকে দারুণ এক ফ্রি কিকে লক্ষ্যভেদ করে ব্যবধান ৫-২ এ কমিয়ে আনেন রদ্রিগো। এরপর বাকি ৪০ মিনিট দশজনের বার্সার বিপক্ষে আর জালের দেখা পায়নি সুপার কাপের ১৩ বারের চ্যাম্পিয়নরা। একজন কম নিয়ে খেলেও রক্ষণভাগের দৃঢতায় কোনো অঘটন ঘটতে দেয়নি টুর্নামেন্টে রেকর্ড চ্যাম্পিয়নরা।
রিয়ালের অসহায় আত্মসমর্পণের পর অ্যানচেলত্তির মনে হয়েছে প্রথমার্ধে তার শিষ্যরা ফুটবলই খেলেনি। রিয়াল কোচ বলেন, ‘এটা বাজে একটি রাত। আমরা আমাদের সব সমর্থকদের মতোই হতাশ। আমাদের এটা আড়াল করা উচিত হবে না, এটাই ফুটবল। কখনো আমরা জিতব, আবার কখনো হার থেকে আমাদের শিখতে হবে। আমি তাদের বলেছি, তারা হারতে পারে কিন্তু প্রথমার্ধে আমরা যে ফুটবল খেলেছি, সেভাবে খেলে নয়।’
অন্য দিকে নিজের ক্যারিয়ারে শতভাগ ফাইনাল জয়ের রেকর্ড অক্ষুন্ন রাখা ফ্লিক দলকে নিয়ে গর্বিত। বার্সা কোচ বলেন, ‘আমি সত্যিই আজ অনেক গর্বিত। দলকে নিয়ে গর্বিত, সব স্টাফ, এই ক্লাব সমর্থক, সবাইকে নিয়ে। আজ অবিশ্বাস্য একটা ম্যাচ হলো। কোচদের জন্য অবশ্য অতাট (দুর্দান্ত) নয়। তবে সমর্থকদের জন্য সত্যিই চমৎকার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা