বায়িনদির বীরত্বে আর্সেনালকে হারাল ম্যানইউ
- ক্রীড়া ডেস্ক
- ১৪ জানুয়ারি ২০২৫, ০০:০৫
১২০ মিনিটের নাটকীয় লড়াই। দ্বিতীয়ার্ধের শুরুতে দুর্দান্ত এক গোল করে এগিয়ে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের। এরপর ১০ জনের দলে পরিণত ওল্ডট্র্যাফোর্ডের দলটি। কিছুক্ষণ পরই ১-১ সমতায় ফেরে আর্সেনাল। শুরু হয় গানারদের প্রবল আক্রমণ। সেই চাপ সামলে ম্যাচকে টাইব্রেকারে নিয়ে যায় রুবেন আমুরিমের দল। টাইব্রেকারে আর্সেনালের সামনে দেয়াল হয়ে দাঁড়ান আলতায় বায়িনদি। নির্ধারিত সময়ে মার্টিন ওডেগার্ডের পেনাল্টি শট ঠেকানোর পর টাইব্রেকারেও একটি শট ঠেকালে তুর্কি তারকার বীরত্বে এফএ কাপের শেষ ষোলোয় উঠল ম্যানচেস্টার ইউনাইটেড।
এমিরেটস স্টেডিয়ামে গত পরশু তৃতীয় রাউন্ডের ম্যাচে আর্সেনালের বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ ড্রয়ের পর টাইব্রেকারে ৫-৩ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রুনো ফার্নান্দেজের গোলে প্রথম এগিয়ে যায় ম্যানইউ। এরপর গানারদের হয়ে সমতা টানেন গাব্রিয়েল মাগালহাস। এফএ কাপের তৃতীয় রাউন্ডে এ দিন আট ম্যাচের তিনটিই নিষ্পত্তি হয় টাইব্রেকারে। কভেন্ট্রি ও শেফিল্ড ওয়েডনাসডে, হাল সিটি ও ডনকাসটার, এই দু’টি ম্যাচও নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় ১-১ গোলে শেষ হওয়ার পর নিষ্পত্তি হয় টাইব্রেকারে। কভেন্টি ৪-৩ ব্যবধানে হারায় শেফিল্ডকে, হাল সিটির বিপক্ষে ৫-৪ গোলে জিতেছে ডনকাসটার। বার্নলিকে ৩-১-এ হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়ের তিন গোলে টমওয়ার্থকে ৩-০তে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। ব্রিস্টল রোভার্সের বিপক্ষে ৩-০ গোলের জয় ইপ্সউইচ টাউনের। নিজেদের মাঠে স্টকপোর্টকে ১-০তে হারিয়েছে ক্রিস্টাল প্যালেস। সোয়ানসির বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে সাউদাম্পটন।
এমিরেটস স্টেডিয়ামে ১২০ মিনিটের লড়াইয়ে ৭০ শতাংশ বল দখলে ছিল আর্সেনালের। এ সময় গোলের জন্য ২৬টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখতে পারে গানাররা। বিপরীতে মাত্র সাতটি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখা ইউনাইটেড টাইব্রেকারে হাসল জয়ের হাসি। পেনাল্টি শুটআউটে ইউনাইটেড পাঁচ শটের সবগুলোই জালে পাঠায়। আর্সেনাল সফল হয় তিনটিতে। কাই হাভার্টজের দুর্বল শট ঠেকিয়ে দেন বায়িনদি।
প্রথমার্ধ গোলশূন্য শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে লড়াই জমে ওঠে দারুণভাবে। অবশ্য এর আগেই ম্যাচের ৩৮ মিনিটে নিজেদের ডি-বক্সের ঠিক বাইরে প্রতিপক্ষের ফার্নান্দেজকে পেছন থেকে ট্যাকল করতে গিয়ে নিজেই চোট পান গ্যাব্রিয়েল জেসুস। প্রাথমিক চিকিৎসার পর স্ট্রেচারে করে মাঠ ছাড়েন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ৫২ মিনিটে আলেসান্দ্রো গার্নাচোর পাস ধরে ডান পায়ের জোরাল শটে চমৎকার গোলে ডেডলক ভাঙেন ফার্নান্দেজ। এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ইউনাইটেড। ৯ মিনিট পর ১০ জনের দলে পরিণত হয় সফরকারীরা। মাঝমাঠে মিকেল মেরিনোকে ফাউল করে দ্বিতীয় কার্ড দেখে মাঠ ছাড়েন দিয়েগো দালোত। ২ মিনিট পরই সমতায় ফেরে আর্সেনাল। দারুণ এক শটে জাল খুঁজে নেন ব্রাজিলের ডিফেন্ডার মাগালহাস। এরপর এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পায় স্বাগতিকরা। ৮৯ মিনিটে বক্সে ইউনাইটেড ডিফেন্ডার হ্যারি মাগুয়েরোর ফাউলের শিকার হন হাভার্টজ। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু ওডেগার্ডের দুর্বল শট ঝাঁপিয়ে রুখে দেন গোলরক্ষক বায়িনদি। বাকি সময় আক্রমণের ঝড় তুললেও গোলের দেখা পায়নি আর্সেনাল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা