১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

দুইয়ে উঠে এলো চিটাগং কিংস

-

আগামী ১৬ জানুয়ারি থেকে বিপিএল শুরু হবে বন্দরনগরী চট্টগ্রামে। তার আগে গতকাল সিলেট পর্বের শেষ ম্যাচে স্বাগতিক স্ট্রাইকার্সদের ৩০ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে চিটাগং কিংস। খুলনা টাইগার্সের কাছে হার দিয়ে মিশন শুরু করেছিল চিটাগং কিংস। এরপর দুর্দান্ত দক্ষতায় ঘুরে দাঁড়িয়ে তুলে নিয়েছে টানা তিন জয়। তাতেই দুইয়ে কিংসরা। উসমান খান এবং গ্রাহাম ক্লার্কের ঝড়ো হাফ সেঞ্চুরির পর মোহাম্মদ মিঠুনের ক্যামিও এবং হায়দার আলীর ফিনিশিংয়ে সিলেট ক্যাপিটালসের বিপক্ষে ৬ উইকেটে ২০৩ রান করে চিটাগাং কিংস। জবাবে জর্জ মানজির আগ্রাসী হাফ সেঞ্চুরি এবং জাকের আলী অনিকের ২৩ বলে ৪৭ রানের বিধ্বংসী ইনিংসের পরও ৩০ রানে হেরেছে সিলেট স্ট্রাইকার্স। টানা দুই ম্যাচ জয়ের পর হারল স্বাগতিকরা।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ হয়েছে চিটাগাংয়ের। শুরু থেকেই আগ্রাসী ভঙ্গিমায় খেলতে থাকেন উসমান। চতুর্থ ওভারে তানজিমের করা শর্ট ডেলিভারিতে ডিপে ছক্কা মারতে গিয়ে নিহাদুজ্জামানকে ক্যাচ দিয়ে ৯ বলে সাত রান করে ফিরে যান পারভেজ হোসেন ইমন। পাওয়ার প্লে’র শেষে চিটাগাংয়ের সংগ্রহ দাঁড়ায় এক উইকেটে ৪৬ রান।
এরপর উসমান এবং ক্লার্কের ব্যাটে দ্রুত রান তোলে দলটি। উসমান ৩২ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন। উসমান আর ক্লার্কের তাণ্ডবে ১০.১ ওভারেই দলীয় শতরানে পৌঁছায় সিলেট। তাদের ৬৮ রানের জুটি ভাঙেন আরিফুল হক। ৩৫ বলে ৫৩ রান করে আরিফুলের বলে তানজিমকে ক্যাচ দিয়ে ফিরেন উসমান। উইকেটে এসে আগ্রাসী ভঙ্গিমায় খেলতে থাকেন মোহাম্মদ মিঠুনও। অপর দিকে চার-ছক্কার মারে হাফ সেঞ্চুরি পান ক্লার্কও। আরিফুল হকের বলে ডাউন দ্যা গ্রাউন্ডে চার মেরে ২৮ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি। হাফ সেঞ্চুরির পর ১৬তম ওভারে নাহিদুলকে সামনে একে ছক্কা মারতে গিয়ে লং অনে আরিফুলের দারুণ ক্যাচে ফিরেন ৩৩ বলে তিনটি চার ও পাঁচটি ছক্কায় ৬০ রান করা ক্লার্ক।
এরপর রানের গতি কিছুটা কমে যায়। ১৮তম ওভারে অধিনায়ক মিঠুনও। ১৯ বলে ২৮ রান করে রুয়েল মিয়ার ওয়াইড এঙ্গেলের বলে লং অফে ক্যাচ দেন। এরপর শামীম পাটোয়ারি করতে পারেন মাত্র এক রান। শেষ দিকে ১৭ বলে অপরাজিত ৪০ রানের ক্যামিও খেলে দলকে দুইশ পার করান হায়দার আলী। শেষ পর্যন্ত চিটাগংয়ের ইনিংস থামে ৬ উইকেটে ২০৩ রানে।
জবাবে প্রথম ওভারে নাবিল সামাদের গুড লেংথের ডেলিভারিতে শর্ট এক্সট্রা কাভারে চিপ করতে গিয়ে শামীম পাটোয়ারির তালুবন্দী হয়ে শূন্যতে ফিরেন পল স্টালিং। উইকেটে এসে ১৯ বলে ২৫ রান করে পঞ্চম ওভারে ফিরেন জাকির হাসান। আলিস আল ইসলামের টার্ন করা বলে সজোরে সামনে হাঁকাতে গিয়ে টাইমিংয়ে ভুল করে লং অনে শরিফুল ইসলামকে ক্যাচ দেন। পাওয়ার প্লে’র শেষ ওভারে ওয়াসিম জুনিয়রের অফস্টাম্পের বাইরে বলে হাঁকাতে গিয়ে উইকেটরক্ষকের কাছে ক্যাচ দিয়ে বিদায় নেন ৭ রান করা রনি তালুকদার। পাওয়ার প্লে’তে তিন উইকেটে ৪৬ রান তোলে সিলেট।
দ্রুত তিন উইকেট হারানোর পর জর্জ মানজি এবং অ্যারন জোন্স কিছুটা রয়েসয়ে ব্যাটিং করতে থাকেন। ১০ ওভার শেষে দলটির সংগ্রহ দাঁড়ায় তিন উইকেটে ৬১ রান। ১১তম ওভারে ওয়াসিম জুনিয়রের লেংথ ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে ফিরেন ১৮ বলে ১৫ রান করা জোন্স। এর পর অনেক বেশি আগ্রাসী হয়ে ওঠেন মানজি। ১৩.৩ ওভারে দলীয় শতরানে পৌঁছায় সিলেট। ৩৬ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন স্কটল্যান্ডের এ ব্যাটার। যদিও হাফ সেঞ্চুরির পর খালেদ আহমেদের ফুলার লেংথের ওয়াইড বলে সজোরে হাঁকাতে গিয়ে শর্ট কাভারে ক্যাচ দিয়ে ফিরেন ৩৭ বলে ৫২ রান করা মানজি।
তার বিদায় পর এক ওভার পর আলিস আল ইসলামকে টানা দুই বলে দু’টি ছক্কা হাঁকান আরিফুল হক। কিন্তু ৭ বলে ১২ রানের ইনিংস খেলে ফিরেন তিনিও। এরপর আর ম্যাচে বেশিক্ষণ ছিল না সিলেট। তবে একপাশ দিয়ে চার-ছক্কায় দর্শকদের মাতিয়ে রেখেছিলেন জাকের আলী অনিক। ২৩ বলে তিনটি চার ও চারটি ছক্কায় ৪৭ রানে অপরাজিত থাকেন। ২০ ওভারে আট উইকেটে ১৭৩ রান করে থামে সিলেট স্ট্রাইকারদের ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর
চিটাগং কিংস : ২০৩/৬ (উসমান ৫৩, ক্লার্ক ৬০, মিঠুন ২৮, হায়দার ৪২, শরিফুল ১*, নাহিদুল ১/৩০, তানজিম ২/৩৮, রুয়েল ১/৪৮, আরিফুল ১/৩০)।
সিলেট স্ট্রাইকার্স : ১৭৩/৮ (জাকির ২৫, মানজি ৫২, জোন্স ১৫, জাকের ৪৭*, আরিফুল ১২, নিহাদউজ্জামান ১*; নাবিল ১/২৫, শরিফুল ১/৩৪, আলিস ২/৩৬, খালেদ ১/৩০, ওয়াসিম ৩/২৫)।
ফল : চিটাগং কিংস ৩০ রানে জয়ী।
ম্যাচ সেরা : গ্রাহাম ক্লার্ক।


আরো সংবাদ



premium cement