উইন্ডিজ সফরে উনাদের কাজ কী
- ক্রীড়া প্রতিবেদক
- ১৪ জানুয়ারি ২০২৫, ০০:০৫
তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও তিনটি টি-২০ ম্যাচ খেলতে এ মাসেই ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ২০ জানুয়ারি ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ। নারী ক্রিকেট দলের এই সফরের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ৩০ সদস্যের সরকারি অনুমতি (জিও) দিয়েছে। সেখানে ২১ খেলোয়াড়ের সাথে রয়েছেন কোচসহ ৯ কর্মকর্তা। জিওর তালিকায় নাম আছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের দুই কর্মকর্তার। তাতেই প্রশ্ন উঠেছে উইন্ডিজ সফরে ওই দুই কর্মকর্তার কাজ কী।
৯ জনের মাঝে প্রধান কোচ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবেন হাসান প্রশান্থ তিলকারতেœ। স্পিন বোলিং কোচ হিসেবে থাকছেন দিনুক সুলাকাশানা, টিম অপারেশন্স ম্যানেজার এস এম গোলাম ফাইয়াজ, পারফরম্যান্স অ্যানালিস্ট মো: রাশেদ ইকবাল, ফিজিও তানসিন আবদুল তায়েব, ট্রেনার শামসুল হুদা। তালিকার শেষ দুটি নাম জাতীয় ক্রীড়া পরিষদের ডকুমেন্টেশন কাম লিয়াজোঁ অফিসার মো: রুহুল আমিন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (ক্রীড়া-১ অনুবিভাগ) ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন।
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর নিয়ে ক্রীড়াঙ্গনের অনেকেই অবাক হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের ডকুমেন্টেশন কাম লিয়াজোঁ অফিসার মো: রুহুল আমিনের নাম ক্রিকেট দলের সাথে দেখে। দেশের ক্রীড়ার অন্যতম অভিভাবক প্রতিষ্ঠানে ক্রিকেটের কোচও আছেন। তাদের কাউকে দলে না রেখে ক্রীড়া পরিষদের সাধারণ শাখার একজন কর্মকর্তাকে ব্যয়বহুল সফরে পাঠানো হচ্ছে। মো: রুহুল আমিন জানান, ‘আমাকে খেলা দেখার জন্য ওয়েস্ট ইন্ডিজ পাঠানো হচ্ছে। আমাকে বঞ্চিত করে রাখা হয়েছিল প্রায় ১২ বছর। আমি আসছি, কাজ শুরু করছি। তাই স্যার আমাকে পাঠাচ্ছেন। বঞ্চিত থাকার উপহার হিসেবে সফরে যাচ্ছি এটা বলা যাবে না। স্যার (ক্রীড়া পরিষদের সচিব) বড় মনের মানুষ। তাই আমাকে পাঠাচ্ছেন।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা