১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

সামিনদের জন্য বিদেশী কোচের সিদ্ধান্ত ফেব্রুয়ারিতে

-

আগামী ডিসেম্বরে ২৪ দল নিয়ে ভারতে হবে জুনিয়র হকি বিশ্বকাপ। এশিয়া কাপে পঞ্চম হওয়া বাংলাদেশ সেই আসরে প্রথমবার অংশ নেবে। টুর্নামেন্টে ভালো করতে খেলোয়াড়দের চাওয়া ফেডারেশন যেন প্রস্তুতিটা দ্রুত শুরু করে। অনূর্ধ্ব ২১ হকি দলের অধিনায়ক মেহরাব হোসেন সামিন জানিয়েছেন, ‘প্রস্তুতিটা যত আগে শুরু হবে, ততই আমাদের জন্য ভালো। উন্নত দলের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচ খেলা দরকার। এশিয়ান লেভেলের দলগুলোর সঙ্গে খেলেছি। এবার ইউরোপের দলের সঙ্গে খেলতে পারলে প্রস্তুতিটা ভালো হবে। অভিজ্ঞতা হবে, মানসিকতায় পরিবর্তন আসবে।’
বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ হকি ফেডারেশনের (বিএইচএফ) অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব:) মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘পুরুষ অনূর্ধ্ব-২১ দলের ক্যাম্প নিয়ে আলোচনা হয়েছে। বিশ্বকাপকে সামনে রেখে পাঁচ-ছয় মাসের একটা ক্যাম্প আয়োজনের পরিকল্পনা আছে। জুন-জুলাইয়ে শুরুর চেষ্টা থাকবে, ক্যাম্পে সব আধুনিক সুযোগ-সুবিধা রাখার ব্যাপারেও আমরা সচেষ্ট।’
ঘরোয়া লিগ নিয়ে বলেন, ‘ এপ্রিল-মে মাসে ঘরোয়া লিগ চালু করার ইচ্ছা। দুইটা ক্লাবের বিষয়ে একটু অসুবিধা আছে। কোর্টে যেহেতু মামলা আছে, সেটি পরিস্কার না হওয়া পর্যন্ত শতভাগ সিদ্ধান্ত নেয়া যাচ্ছে না।’
কোচিং প্যানেলেও আসছে নতুনত্ব। ‘আমরা এশিয়া-ইউরোপের কয়েক জায়গায় কোচ নিয়ে আলোচনা করেছি। ফেব্রুয়ারিতে এ বিষয়ে সমাধান হয়ে যাবে ইনশআল্লাহ। তাদের কাছে সিভি চাওয়া হয়েছে। সেগুলো দেখে, তাদের পরিকল্পনা যাচাই-বাছাই করে যেটি ভালো সেদিকেই ঝুকবো। দেশী অনেক কোচই তো আছেন। তাদের থেকেও পরিকল্পনা চাওয়া হবে। ভালোটিকেই প্রাধান্য দেয়া হবে। তবে সেটিও ফেব্রুয়ারিতে।’
ইউরোপীয় দলগুলোর সঙ্গে প্রস্তুতি ম্যাচ হলে যুবারা নিজেদের শক্তিমত্তা বুঝতে পারবে বলে মনে করেন জাতীয় দলের কোচ মাহবুব হারুন, ‘ম্যাচ খেলার বিকল্প নেই। বিদেশে গিয়ে ইউরোপীয় দলগুলোর সঙ্গে ম্যাচ খেললে ভালো হয়। ক্যাম্পেও সব ধরনের সুযোগ-সুবিধা রাখতে হবে। যেটা প্রস্তুতিকে পরিপূর্ণ করতে সহায়তা করবে।’


আরো সংবাদ



premium cement