লিটন বাদ নতুন মুখ ইমন
- ক্রীড়া প্রতিবেদক
- ১৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য গতকাল ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে বড় চমক ছিল লিটন দাসের বাদ পড়া। যদিও ওয়ানডেতে সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় এই উইকেটরক্ষক ব্যাটারের বাদ পড়াটা চমক বলা যাবে না। সবশেষ এই ফরম্যাটে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ফিফটি করেছিলেন এই ব্যাটার। এরপর ১৩ ইনিংস খেললেও অর্থ শতকের দেখা পাননি। সবশেষ সাত ইনিংসে তো ছয় রানের বেশি আসেনি তার ব্যাটে। তাই এই ব্যাটার উইকেটরক্ষকের বাদ পড়াটাই ছিল স্বাভাবিক। বাদ পড়াদের মধ্যে আরো আছেন আফিফ হোসেন, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পারভেজ হোসেন ইমন। অধিনায়ক যথারীতি আছেন নাজমুল হোসেন শান্তই। অধিনায়কের পাশাপাশি দলে ফিরেছেন মুশফিকুর রহীম, তৌহিদ হৃদয় ও মোস্তাফিজুর রহমান।
লিটনের পারফরম্যান্স শুধু যে ওয়ানডেতেই এমন, তা নয়। ক্রিকেটের যেকোনো সংস্করণেই সা¤প্রতিক সময়ে ছন্দে ছিলেন না লিটন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) ঢাকা ক্যাপিটালসের হয়ে গত শুক্রবার ৪৩ বলে ৭৩ রানের ইনিংসটি গত ২৩ ইনিংস পর প্রথম ফিফটি।... সবশেষ ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজে তার রান ছিল যথাক্রমে ২, ৪ ও ০। ওয়ানডের পর গত ডিসেম্বরে ৩ ম্যাচের টি-২০ সিরিজে লিটনের নেতৃত্বে উইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। যদিও ব্যাটে তার দুর্দশা অব্যাহত ছিল সেখানেও। তিন ম্যাচে তার ব্যাটে আসে ০, ৩ ও ১৪। এর পরও বৈশ্বিক আসরে তার অভিজ্ঞতায় ভরসা রাখা হয় কি না, সেটিই ছিল দেখার। কিন্তু লিটনের প্রতি সেই আস্থা রাখতে পারেননি নির্বাচকরা।
সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ স্কোয়াড থেকে লিটনের পাশাপাশি বাদ পড়েছেন শরিফুল ইসলামও। এই দু’জন না থাকলেও দলে আছেন চিটাগং কিংসে খেলা পারভেজ। ২২ বছর বয়সী এই ওপেনার বাংলাদেশের হয়ে সাতটি টি-২০ খেললেও এখনো অভিষেক হয়নি ওয়ানডে। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেলেও তাকে একাদশে রাখা হয়নি। বিপিএলেও এখন পর্যন্ত তার ব্যাট হাসেনি। চিটাগং কিংসের হয়ে প্রথম তিন ম্যাচে তার অবদান ১৩, ০ ও ১৭। ফার্মহীনতার কারণে যদি লিটন ও শরিফুল বাদ পড়েন, তাহলে কোন পারফরম্যান্সের বিবেচনায় পারভেজকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রাখা হয়েছে। এমন প্রশ্ন স্বাভাবিকভাবেই চলে আসে প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপুর সামনে।
লিপু কথায় ব্যাকআপ হিসেবেই ডাকা হয়েছে ইমনকে। ‘পারভেজকে নিয়ে আপনারা বলতে পারেন আহামরি কোনো পারফরম্যান্স তার নেই। এখন পর্যন্ত আমাদের কাছে মনে হয়েছে আমরা যে জিনিসটা খুঁজছি বিশেষ করে সাদা বলের ক্রিকেটে, পাওয়ারপ্লেতে আগ্রাসী-ইমপ্যাক্টফুল ব্যাটিং, সে জিনিসটা তার মধ্যে আছে।’
তিনি যোগ করেন, ‘যদি কোনো কারণে দুইজন ওপেনারের মধ্যে তাকে থার্ড চয়েজ হিসেবে নিতে হয়, তাহলে সেই প্রথম পছন্দের। একই টেম্পোতে একই আগ্রাসনে সে ব্যাট করতে পারবে। তার যেটা আমাদের আকৃষ্ট করেছে তা হলো, দলকে জেতানোর জন্য, দলের মূল লক্ষ্য ঠিক রাখার জন্য আগ্রাসী ক্রিকেট খেলে সে।’
সাম্প্রতিক সময়ে ধারাবাহিক পারফর্ম করেও জায়গা হয়নি হাসান মাহমুদের। ১৫ জনের দলে পেসার চারজন। গত কিছু দিনে গতির ঝড় তুলে সাড়া ফেলে দেয়া নাহিদ রানা প্রথমবার পা রাখবেন আইসিসি টুর্নামেন্টে। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো কারণ দেখানো ছাড়াই দলে পরিবর্তন আনা যাবে। আগামী ১৯ ফেব্রুয়ারি হাইব্রিড মডেলের এই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন হবে পাকিস্তান ও দুবাইয়ে। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বাংলাদেশ। ২৪ ফেব্রুয়ারি লড়াই পাকিস্তানের বিপক্ষে, গ্রুপের শেষ ম্যাচে ২৭ ফেব্রুয়ারি টাইগারদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
বাংলাদেশ স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মুশফিকুর রহীম, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা