সেঞ্চুরিতে জবাব দিলেন লিটন
- ক্রীড়া প্রতিবেদক
- ১৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
বাংলাদেশের ক্রিকেটে গতকাল পুরো দিনটাই আলোচনায় ছিলেন লিটন দাস। আগামী মাসে পাকিস্তান ও দুবাইয়ে হাইব্রিড মডেলে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সে লক্ষ্যে গতকাল স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই স্কোয়াডে জায়গা হয়নি এই টপঅর্ডার ব্যাটারের। ওয়ানডে দলে দিনে জায়গা হারিয়েছিলেন বাজে ফর্মের কারণে। বিপিএলে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুর্বার রাজশাহীর বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলতে নেমে রাতেই উপহার দিলেন এক রেকর্ড গড়া সেঞ্চুরি। ফর্ম নিয়ে সব প্রশ্নের জবাব দিলেন ৫৫ বলে ১২৫ রানে অপরাজিত থেকে। রাজশাহীর বোলারদের তুলোধুনো করে স্বীকৃত টি-২০তে এই প্রথম সেঞ্চুরিটি করেন তিনি ৪৪ বলে ৮টি চার ও ৭টি ছক্কায় ১০৪ রান করে।
বোলারদের দুর্দশা লিটনেই শেষ নয়, তার সাথে তাল মিলিয়ে সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান তামিমও। শেষ ওভারের তৃতীয় বলে ৬৪ বলে ১০৮ রান করে আউট হয়েছেন তানজিদ। বিপিএলে এই প্রথম ওপেনিংয়ে নেমে দুই ব্যাটারই সেঞ্চুরি করেছেন। দু’জন মিলে ওপেনিং জুটিতে করেছেন ২৪১ রান; যা বিপিএলে উদ্বোধনী জুটির নতুন রেকর্ড। ততক্ষণে হয়ে গেছে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডও। ২০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ২৫৪ রান করেছে ঢাকা ক্যাপিটালস; যা বিপিএলে সব আসরের সর্বোচ্চ স্কোর। আগের সর্বোচ্চ ইনিংসটি ছিল ২৩৯ রানের।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা রেকর্ড গড়ার মতো ছিল না ঢাকার। প্রথম চার ওভারে রান ছিল ২২। এর মধ্যে ব্যক্তিগত ৫ রানে উইকেটরক্ষক আকবর আলীর হাতে জীবন পান লিটন। পরের ওভারেই তাণ্ডবের শুরু করেন তানজিদ হাসান। শুরু হয় দু’জনের রানের ফুলঝুড়ি। নবম ওভারের দলীয় সেঞ্চুরি করার পর আরো দ্রুতগতিতে ছুটে ১৭তম ওভারেই পেরিয়ে যায় দুই শ’ রান। তারা দু’জন ছাড়িয়ে যান ২০১৩ আসরে শাহরিয়ার নাফীস ও লু ভিনসেন্টের ১৯৭ রানের জুটিকে। শফিউলের বলে চার মেরে শতরান পূর্ণ করার পর ১০৪ রানে আবার জীবন পান লিটন। ইনিংসের শেষ ওভারে এই শফিউলকেই চার মেরে শতরান পূর্ণ করেন তানজিদ। দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে তৃতীয় বলেই আউট হয়ে সাজঘরে ফেরেন তানজিদ। আর ওভারের শেষ বলে ছক্কা মেরে ইনিংসের সমাপ্তি করেন লিটন।
রানের পাহাড়কে তাড়া করতে নেমে বিপর্যয় দিয়েই শুরু হয় দুর্বার রাজশাহীর। শূন্য রানে ফেরেন পাকিস্তানে ব্যাটার মোহাম্মদ হারিস। দলীয় ২ রানে প্রথম উইকেটের পতন। এক রান যোগ করতেই রানের খাতা না খুলেই এবার বিদায় নেন অধিনায়ক এনামুল হক বিজয়। সাব্বির হোসাইনের ব্যাট থেকে আসে ১১ রান। ইয়াসির আলি রাব্বি করেন ১৩ বলে ১৭। শেষ পযন্তর্ ১০৫ রানে অলআউট হয় রাজশাহী। এতে জয় ১৪৯ রানে। ফলে সপ্তম ম্যাচে এসে প্রথম জয় পেল ঢাকা। রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৩২ বলে ৪৭ রান করেন রায়ান বার্ল। দু’টি করে উইকেট নেন আবু জায়েদ, মুকিদুল ইসলাম, ফরমানুল্লাহ ও মোসাদ্দেক হোসেন সৈকত।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা