১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬
`
বিপিএল শিরোপার লড়াই

১৬ বছর পর আবাহনী-মোহামেডান

১৬ বছর পর আবাহনী-মোহামেডান -

এখনো দর্শকপ্রিয় দুই দলের মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী বিশেষণ যুক্ত। পারস্পরিক ম্যাচে পাল্টাপাল্টি জয়ের দেখা পাচ্ছে উভয় দলই। এবারো ব্যতিক্রম নয়। লিগে ঢাকা আবাহনীকে হারিয়েছে মোহামেডান। আর ফেডারেশন কাপেতো আবাহনীর কাছে হেরে বিদায়ই নিতে হলো সাদা-কালোদের। ঢাকা ডার্বি খ্যাত এই দুই দলের ম্যাচে পরস্পরকে হারানো এই তুমুল প্রতিদ্বন্দ্বিতা বিদ্যমান। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের ক্ষেত্রে আকাশি-নীল শিবিরের ধারেকাছেও নেই সাদা-কালোরা। শেষ হওয়া ১৬টি বিপিএলে আবাহনী ছয়বার চ্যাম্পিয়ন হলেও মোহামেডান একটিবারের জন্যও এই ট্রফি জিততে পারেনি। মোহামেডানের অর্জন চারবার এই লিগে রানার্সআপ হওয়া। তা প্রথম তিন লিগের পর গত লিগে। ঢাকা প্রথম বিভাগ, প্রিমিয়ার ডিভিশন লিগের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম তিন সিজনে চ্যাম্পিয়নশিপ ফাইট হয়েছিল এই দুই দর্শকপ্রিয় দলের মধ্যে। তবে গত ১৬ বছরে এই দুই দল একত্রে শিরোপার রেসে ছিল না। শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র এবং বসুন্ধরা কিংসের আগমনে দুই দলের এই লড়াইটা হারিয়ে গিয়েছিল। তবে এবার ১৬ বছর পর ফের লিগ শিরোপার লড়াইয়ে ক্লাব দু’টি।
এবারের বসুন্ধরা গ্রুপ বিপিএলে সপ্তম রাউন্ড শেষ হয়েছে। এতে টানা সাত ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান মোহামেডানের। ঢাকা আবাহনী সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ১৫ পয়েন্টে তৃতীয় স্থানে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। গত বছরের ট্রেবল জয়ী এবং টানা পাঁচবারের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের অবস্থান ব্রাদার্স ইউনিয়নেরও পরে। ১৪ পয়েন্ট নিয়ে চারে আছে ব্রাদার্স। আর বসুন্ধরা কিংস ১৩ পয়েন্ট ঝুঁলিতে জমিয়ে আছে ৫-এ। অবশিষ্ট পাঁচ দলের কারো পয়েন্টই দুই অঙ্কের মধ্যে নেই। এর মধ্যে চট্টগ্রাম আবাহনীতো এখন পর্যন্ত নামের পাশে কোনো পয়েন্টই জমা করতে পারেনি।
মূলত বসুন্ধরা কিংসের বাজে অবস্থা এবং শেখ জামাল ও শেখ রাসেল না খেলায় এবার শিরোপার রেসে আবাহনী ও মোহামেডান। এর আগে এই দুই দল লিগ চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট করেছিল ২০০৯-১০ সালে। তা ছিল তৃতীয় বিপিএল। সে সিজনের মতো ২০০৭ ও ২০০৮-৯ সিজনেও মোহামেডানকে রানার্সআপে সন্তুষ্ট রেখে লিগ সেরার উল্লাস করেছিল আবাহনী।
দুঃসময় সময় পেরিয়ে ফুটবলে ঘুরে দাঁড়িয়েছে আলফাজ আহমেদের মোহামেডান। ২০২৩ সালে এই আবাহনীকে হারিয়ে ফেডারেশন কাপ জিতেছিল মতিঝিল ক্লাব পাড়ার দলটি। ঐতিহ্যবাহী ক্লাবটি গত লিগের রানার্সআপ। আবাহনী অবশ্য ২০২২ ও ২০২২-২৩ সিজনের লিগ রানার্সআপ। মোহামেডানতো ২০১৬ থেকে ২০২২-২৩ সিজন পর্যন্ত তৃতীয়ও হতে পারছিল না। তারাই এখন প্রথম বিপিএল শিরোপার স্বপ্ন দেখছে। অবশ্য তাদের পয়েন্ট হারানোর অপেক্ষায় আবাহনী। দুই দলের পয়েন্টের গ্যাপ মাত্র পাঁচ পয়েন্ট। সাদা-কালোরা একটিতে হারলে এবং অন্য ম্যাচে ড্র করলে এবং আবাহনী জয়ের ধারায় থাকলেই দুই দলের পয়েন্ট সমান হয়ে যাবে।
প্রথম পর্বের আরো দুই রাউন্ড বাকি। এই দুই রাউন্ডে মোহামেডান ১৭ জানুয়ারি ব্রাদার্স ইউনিয়নের সাথে এবং ২৪ জানুয়ারি ইয়ংম্যান্স ক্লাব ফকিরেরপুলের সাথে খেলবে। ঢাকা আবাহনীর পরের দুই ম্যাচের প্রতিপক্ষ ১৮ জানুয়ারি রহমতগঞ্জ এবং ২৫ জানুয়ারি ব্রাদার্স ইউনিয়ন। মোহামেডান অবশ্য জয়ের ধারায় থাকলে তাদের ধরতে ফিরতি পর্ব পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে মারুফুল হকের দলকে।


আরো সংবাদ



premium cement
শুল্ক হার বাড়ায় মিনিমাম প্রভাব পড়বে জুলাই বিপ্লবে নিহত মাহবুবের পরিবারের পাশে তারেক রহমান সীমান্ত সম্ভারে ৮ মিনিটে দিন-দুপুরে ১৫৯ ভরি স্বর্ণ চুরি সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব : নজরুল ইসলাম খান পিলখানা হত্যাকাণ্ডের বিচারকাজ কেরানীগঞ্জ কারাগারের অস্থায়ী আদালতে চলবে আমানতকারীদের স্বার্থে পর্ষদ সভায় ভূমিকা রাখছেন না স্বতন্ত্র পরিচালকরা এক নারীর শরীরে এইচএমপিভি শনাক্ত সুস্থ আছেন রুগ্ণ প্রতিষ্ঠান গুটিয়ে নেয়ার এক্সিট পলিসি চান ব্যবসায়ীরা নিউজিল্যান্ড ও আফগানিস্তান দল ঘোষণা পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী আহত তেল মারা বন্ধ করেন : সরকারি কর্মচারীদের স্বরাষ্ট্র উপদেষ্টা

সকল