২০ বছর পর এই প্রথম
- ক্রীড়া প্রতিবেদক
- ১৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে নেই বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান এবং আরেক অধিনায়ক ওপেনার তামিম ইকবাল। আগেই জানা ছিল, এই স্কোয়াডে থাকছেন না সাকিব ও তামিম। এই দু’জন না থাকায় ২০ বছরের পুরাতন এক সময় ফিরে এল বাংলাদেশ ক্রিকেটে। সবশেষ ২০০৪ সালে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব ও তামিমকে ছাড়া খেলেছিল বাংলাদেশ। এরপর থেকে আইসিসি সব টুর্নামেন্টে দেশের হয়ে প্রতিনিধিত্ব ছিল এই দু’জনের।
নির্বাচকরা তামিম ইকবালকে দলে চাইলেও গত শুক্রবার অবসরের ঘোষণা দিয়ে দেন এই ওপেনার। আর ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে খেলার সময় বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর দু’বার পরীক্ষা দিয়েও পাস করতে পারেননি সাকিব। আবার পরীক্ষা দিয়ে ছাড়পত্র পাওয়ার আগ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করার সুযোগ নেই সাকিবের। এখন ব্যাটার সাকিব হয়ে গেছেন এই অলরাউন্ডার। আর শুধু ব্যাটসম্যান হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিবের জায়গা দেখেননি নির্বাচকরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা