কাবরেরাই থাকছেন জাতীয় দলের কোচ
- ক্রীড়া প্রতিবেদক
- ১৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
২৫ মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের সাথে। এতেই শুরু হবে ফুটবলের ব্যস্ততম বছর। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষেই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। তবে এখন পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশন চূড়ান্ত করেনি হেড কোচ হিসেবে হাভিয়ার কাবরেরা বহাল থাকবেন কিনা। ৩১ ডিসেম্বর তার সাথে চুক্তি শেষ হলেও এখন পর্যন্ত তা নবায়ন হয়নি। এখন পর্যন্ত সভায় বসেনি বাফুফের ন্যাশনাল টিমস কমিটি। তবে বাফুফের দু’টি সূত্র জানিয়েছে স্প্যানিশ কোচ হাভিয়ার কাবরেরাই বহাল থাকছেন হেড কোচের পদে। অবশ্য তা আপাতত। যদিও বাফুফে সভাপতি এবং ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান তাবিথ আওয়াল এই নিয়ে কোনো মন্তব্য করেননি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা