১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬
`

দ্বিতীয় স্থানে ঢাকা আবাহনী

-

চট্টগ্রাম আবাহনী ০-৪ ঢাকা আবাহনী
( ইব্রাহিম ২, এনামুল, আসাদুল)

গত পরশু মোহামেডানের কাছে রহমতগঞ্জের পরাজয়ই রাস্তা প্রশস্ত করেছিল ঢাকা আবাহনীর। বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠতে তাই গতকাল জয় দরকার ছিল চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। ময়মনসিংহের রফিকউদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বন্দরনগরীর আকাশী-নীল শিবিরকে ৪-০ গোলে হারিয়েছে ঢাকার আকাশী-নীলরা। এতে ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল মারুফল হকের দল। অবশ্য এখনো শীর্ষে থাকা মোহামেডানের চেয়ে ৫ পয়েন্টে পিছিয়ে তারা। ২১ পয়েন্ট সাদাকালোদের। অন্য দিকে সাইফুর রহমান মনির দল টানা ৭ হারে পয়েন্ট শূন্য থেকে রয়েছে রেলিগেশন শঙ্কায়। সবচেয়ে বেশি ২২ গোল হজম স্বাধীনতা কাপের সাবেক চ্যাম্পিয়নদের।
এবারের দল বদলে সবচেয়ে বাজে অবস্থায় পড়েছিল চট্টগ্রাম আবাহনী। কোনোমতে শেষ সময়ে দল গঠন। অনুশীলন শুরু দেরিতে। নেই মানসম্পন্ন কোনো ফুটবলার। এরপরও তাদের টেনে নিচ্ছেন কোচ মনি। লিগে তারা সব ম্যাচে হারলেও সর্বশেষ ফেডারেশন কাপের ম্যাচে ২-২ গোলে ড্র করেছিল ইয়ংম্যান্স ক্লাব ফকিরেরপুলের সাথে। সেই ড্রকে দলের আত্মবিশ্বাস বাড়ানোর টনিক বলে উল্লেখ করেছিলেন চট্টগ্রাম আবাহনীর টেকনিক্যাল উপদেষ্টা জাহিদ হাসান এমিলি। হয়তো সেই প্রেরণাতেই গতকাল ৪১ মিনিট পর্যন্ত তারা ঠেকিয়ে রেখেছিল বিপিএলের ৬ বারের চ্যাম্পিয়নদের। শেষ পর্যন্ত তাদের এ প্রতিরোধ ভাঙে পেনাল্টিতে। ৪২ মিনিটে ঢাকার জনপ্রিয় দলটির এগিয়ে যাওয়া ইব্রাহিমের পেনাল্টি শটে। বক্সে তাকে ফাউল করেন ফজলে রাব্বী। এতে রেফারি সবুজ দাস স্পট কিকের নির্দেশ দিলে তা থেকে গোলরক্ষক মোহাম্মদ নাঈমকে পরাস্ত করেন ইব্রাহিম।
৫১ মিনিটে শাহরিয়ার ইমনের পাস থেকে ডান পায়ের টোকায় ব্যবধান দ্বিগুণ করেন এনামুল গাজী। ফেডারেশন কাপের আগের ম্যাচে মোহামেডানের বিপক্ষে জয়সূচক গোল করা ইব্রাহিম কাল দ্বিতীয়বার জালের দেখা পান ৬১ মিনিটে। শাহরিয়ান ইমনের পাস থেকে গোল ইব্রাহিমের। ৭১ মিনিটে আবাহনীর জার্সিতে গোল করেন বাফুফে এলিট অ্যাকাডেমির সাবেক ফুটবলার আসাদুল মোল্লা। ইমনের বদলি হিসেবে নামা এ মিডফিল্ডারের গোলের উৎস বাফুফে এলিট অ্যাকাডেমির আরেক সাবেক ফুটবলার মিরাজুল ইসলামের কর্নার। মাঝে একটু জটলা হয়েছিল বক্সে।
দুই গোল করে ম্যাচ সেরা হয়েছেন মোহাম্মদ ইব্রাহিম।


আরো সংবাদ



premium cement
শুল্ক হার বাড়ায় মিনিমাম প্রভাব পড়বে জুলাই বিপ্লবে নিহত মাহবুবের পরিবারের পাশে তারেক রহমান সীমান্ত সম্ভারে ৮ মিনিটে দিন-দুপুরে ১৫৯ ভরি স্বর্ণ চুরি সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব : নজরুল ইসলাম খান পিলখানা হত্যাকাণ্ডের বিচারকাজ কেরানীগঞ্জ কারাগারের অস্থায়ী আদালতে চলবে আমানতকারীদের স্বার্থে পর্ষদ সভায় ভূমিকা রাখছেন না স্বতন্ত্র পরিচালকরা এক নারীর শরীরে এইচএমপিভি শনাক্ত সুস্থ আছেন রুগ্ণ প্রতিষ্ঠান গুটিয়ে নেয়ার এক্সিট পলিসি চান ব্যবসায়ীরা নিউজিল্যান্ড ও আফগানিস্তান দল ঘোষণা পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী আহত তেল মারা বন্ধ করেন : সরকারি কর্মচারীদের স্বরাষ্ট্র উপদেষ্টা

সকল