১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

নতুন আঙ্গিকের সাফ কেমন হবে

-

গতানুগতিকতা ডিঙ্গিয়ে এবার হোম অর অ্যাওয়ের সাফ ফুটবল। ১৫ জুন থেকে শুরু হওয়া এই আসর শেষ হবে ২৫ জুলাই। ৪০ দিনের এই সাফে এটি একটি নতুনত্ব। আগে এই আসর শেষ হতো ১০/১২ দিনে। সে সাথে আসরের সময় সব সদস্য দেশেই ম্যাচ হবে। একটি দল হোমে যার সাথে ম্যাচ খেলবে, অ্যাওয়েতে আর সেই দলকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে না। অন্য দল হবে তাদের হোমের প্রতিপক্ষ। এই ফরমেটে প্রতি দলের সাথেই ম্যাচ হবে। লিগ পর্ব শেষে শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। কেমন হবে এই নতুন আঙ্গিকের সাফ ফুটবল।
অবশ্য এখনো এই নিয়ম সম্পর্কে সব ফুটবলার অবগত নন। জানান কয়েক ফুটবলার। তারা এখনো সেই এক ভেনুতে সাফ খেলেই অভ্যস্ত। আর এবারের সাফ ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ মিলে হবে।
সেই ২০১৮ সাল থেকেই সাফ ফুটবল খেলে আসছেন ডিফেন্ডার রহমত মিয়া। এবার আছেন ব্রাদার্সে। এই ফুটবলারের মতে, নতুন আঙ্গিকের সাফ ফুটবল বেশ ইতিবাচকই হবে। আমরা কিন্তু হোমে খুব ভালো করছি। ধরুন, আমরা যদি অ্যাওয়ে ম্যাচে কোনো দুর্বলকে পাই এবং তাদের বিপক্ষে জয়লাভ করি এতে আমরা এগিয়ে গেলাম। এরপর হোমে শক্তিশালী দলকে পেলেও কোনো সমস্যা হবে না। কারন আমরা সাম্প্রতিক সময়ে ভালো খেলছি। আর হোমে আমরা দুর্দান্ত। যোগ করেন, আমরা কিন্তু হোমে তিনটি ম্যাচ পাবো।
জাতীয় দল থেকে বাদ পড়েছেন সাজ্জাদ হোসেন। এবার তিনি ব্রাদার্স ইউনিয়নের জার্সিতে দারুন ফর্মে আছেন। মৌসুমে স্থানীয় ফুটবলারদের মধ্যে প্রথম হ্যাটট্রিককারী তিনি। এই স্ট্রাইকারের মতে, এখন তো ড্র হয়নি। তখন বুঝা যাবে কোন দলের সাথে আমরা হোম অর অ্যাওয়েতে খেলব। তবে অ্যাওয়েতে যদি আমরা ড্র করি তাহলে কিন্তু হোমে জয়ের সুবিধা নিতে পারব। কারণ নিজ মাঠে পরিচিত দর্শক, নিজস্ব মাঠ, পরিচিত পরিবেশ সবই আমাদের পক্ষে থাকবে। এই ফরমেটকে আমি ইতিবাচকই মনে করছি।’
জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। লম্বা সময় ধরে সাফে খেলা এই স্ট্রাইকারের মতে, আগে আমরা এক ভেনুতে সাফ খেলতাম। কখনো নিজ মাঠে কখনও বিদেশী ভেনুতে। এতে দশ দিনের আসরে খেলার ভালো একটা মোমেন্টাম থাকতো। এখন গ্যাপে গ্যাপে খেলা হওয়ার কারণে এই মোমেন্টাম নষ্ট হবে। আবার কোনো খেলোয়াড় ইনজুরিতে পড়লে তার ফিট হয়ে ফেরারও সুযোগ থাকছে। সাথে অনেকগুলো ম্যাচ পাওয়া যাবে।


আরো সংবাদ



premium cement
শিল্প কারখানা বাংলাদেশে স্থানান্তরের জন্য তুরস্কের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ১১ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে, পাঠানো হবে আরো ২৮ জন : পররাষ্ট্র মন্ত্রণালয় মুকসুদপুরে বাসের চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত কক্সবাজার সমুদ্র সৈকতে খুলনার সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা হত্যা মামলার আসামি উত্তরা পূর্ব থানা থেকে পালালো সাবেক ওসি দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা কিংসের কাছে হারল ক্যাপিটালস শতাধিক পণ্য ও সেবায় বাড়ল শুল্ক-কর বেরোবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪ দ্বিতীয় জয় চট্টগ্রামের, ঢাকার টানা পঞ্চম হার ‘দোসরের সহযোগীই’ হলেন বিএফআইইউ প্রধান

সকল