সাকিবের একটি নির্দিষ্ট ডেলিভারিতে সমস্যা
- ক্রীড়া প্রতিবেদক
- ১০ জানুয়ারি ২০২৫, ০০:০৫
বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়ে অ্যাকশন শুধরে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার চ্যালেঞ্জ এখন সাকিব আল হাসানের সামনে। কিছু দিন পরেই চ্যাম্পিয়ন্স ট্রফি, সেখানে খেলতে হলে অ্যাকশন শুধরেই খেলতে হবে সাবেক এই অধিনায়ককে। চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে প্রথম পরীক্ষায় চেন্নাইয়ে পাশ করতে পারেননি সাকিব। তবে এমন খবরকে উড়িয়ে দিয়েছেন বিসিবির অ্যানালিস্ট মহসিন শেখ। বিপিএলে খুলনা টাইগার্সের অ্যানালিস্টের দায়িত্বে থাকা মহসিন জানিয়েছেন, সাকিবের পুরো বোলিং অ্যাকশন নিয়ে নয়, সমস্যা শুধু একটি নির্দিষ্ট ডেলিভারিতে।
মহসিন জানান, ‘চেন্নাইয়ে পরিক্ষার এখনও অফিসিয়াল ফলাফল আসেনি। কেবল ছোট কিছু ব্যাপার আছে যেখানে তার অ্যাকশনে পরিবর্তন আনতে হবে। সে ঠিক হয়ে যাবে। তার হাতে এক বছর সময় রয়েছে। আইসিসির নিয়ম আছে প্রথম দুটি টেস্ট দ্রুত দেয়, পরে ১২ মাস অপেক্ষা করতে হয়। তার একটি ডেলিভারিতে রিপোর্ট করা হয়েছিল, পুরো অ্যাকশনে সমস্যা না।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা