০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

হারের রেকর্ডে সুজন

-

এবারের বিপিএলে উল্টোদিকে হাটছে ঢাকা ক্যাপিটালস। ‘পাঁচে পাঁচ’ করে যখন লিগ টেবিলের শীর্ষে রংপুর, তখন চার ম্যাচের চারটিতেই হেরে সবার নিচে সুজনের ঢাকা। বিপরীতমুখী যাত্রায় বিব্রতকর রেকর্ডের মালিক হয়ে গেলেন ক্যাপিটালসের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনের। বিপিএলে কোচ হিসেবে লম্বা সময় ধরে হারের বৃত্তে বন্দী জাতীয় দলের সাবেক অধিনায়ক সুজন। সব মিলিয়ে টানা ১৫ ম্যাচে হারের রেকর্ড গড়েছেন তিনি। পৃথিবীর কোনো ফ্র্যাঞ্চাইজির কোচ টানা এত ম্যাচে হারেননি।

খালেদ মাহমুদ সুজনের জন্য এই অভিজ্ঞতা নতুন নয়। ২০০৩ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন সুজন। ওই বছর তার নেতৃত্বে টানা ১৫ ওয়ানডে ম্যাচ হেরেছিল বাংলাদেশ! কমপক্ষে ১০ ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন- বাংলাদেশের অধিনায়কদের মধ্যে শুধু খালেদ মাহমুদেরই কোনো জয় নেই! শুধু তাই নয়, ওই বছর সুজনের নেতৃত্বে ৯ টেস্টের সবগুলোতে হেরেছিল বাংলাদেশ।
২০১২ সালে বিপিএলের উদ্বোধনী আসর থেকেই সুজন কোচিংয়ে যুক্ত হয়েছিলেন। ওই আসরে তিনি ছিলেন চিটাগং কিংসের প্রধান কোচ। ছয় দলের মধ্যে তার দল হয়েছিল পঞ্চম। ২০১৩ সালে বরিশাল বার্নার্সের সহকারী কোচ হিসেবে সাত দলের মধ্যে ষষ্ঠ হয়ে টুর্নামেন্ট শেষ করেন। ২০১৬ বিপিএলে খালেদ মাহমুদের কোচিংয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা ডায়নামাইটস। এটাই তার বিপিএলে একমাত্র সাফল্য। তারপর থেকেই সুজনের কোচিংয়ে বিপিএলে কোনো দলের সাফল্য নেই।

গত বিপিএলে দুর্দান্ত ঢাকার প্রধান কোচ ছিলেন সুজন। দলটি মৌসুম শুরু করেছিল রেকর্ড চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তিন উইকেটে হারিয়ে। গত বছরের ১৯ জানুয়ারি পাওয়া ওই জয়ের পর আর কোনো জয়ের মুখ দেখেননি তিনি। কুমিল্লাকে হারানোর পর টানা ১১ ম্যাচ হেরেছিল ঢাকা। তারা ২০২৪ সালের মৌসুম শেষ করেছিল পয়েন্ট তালিকার তলানিতে থেকে। তার সাথে এবার ইতোমধ্যে চার ম্যাচ খেলে সবগুলোয় হেরেছে। সব মিলিয়ে টানা ১৫ হার দেখলেন তিনি।
চলতি বিপিএলে আগের তিন ম্যাচের তিনটিতে হেরে যাওয়া ঢাকা ক্যাপিটালস চতুর্থ ম্যাচে রংপুরের বিপক্ষে নতুন কিছুর আশায় সাজিয়েছিল একাদশ। ছয় পরিবর্তন এনেও ভাগ্য বদলায়নি সুজনের দলের। সাত উইকেট ও ৪০ বল হাতে রেখে ঢাকার বিপক্ষে জিতেছে রংপুর রাইডার্স। জেসন রয়, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, থিসারা পেরেরা, তানজিদ হাসান তামিমদের নিয়ে গড়া শক্তিশালী স্কোয়াড হলেও ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি ঢাকা।


আরো সংবাদ



premium cement