১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

রংপুরকে হারের স্বাদ দিতে চায় বরিশাল

-

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকার প্রথম ধাপের পর্ব শেষে এখন চলছে সিলেট পর্ব। চায়ের দেশে ৬ দিনে হবে ১২ টি ম্যাচ। প্রথম দুই দিনের চার খেলায় মিলল রোমাঞ্চকর ক্রিকেট। স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স তাদের দু’টি ম্যাচেই হেরেছে। হেরেছে ঢাকা ক্যাপিটালসও। নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স করেছে বাজিমাত। টানা পাঁচ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে উড়ছে তারা। ফরচুন বরিশালও সিলেটে জিতেছে টানা দুই ম্যাচ। চার ম্যাচ জিতে শীর্ষ দুইয়ে তামিম ইকবালের দল। গতকাল ছিল বিরতি। আজ বেলা দেড়টায় লড়বে শীর্ষ দুই দল ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। রাতে মুখোমুখি হবে তলানীতে থাকা ঢাকা ক্যাপিটালস ও চিটাগং কিংস।
তবে চার ম্যাচ খেলে কোনোটিতে জয়ের দেখা পায়নি চিত্রনায়ক শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। একইভাবে সিলেটও জয়ের দেখা পায়নি। তিন ম্যাচ খেলে দলটি হেরেছে তিনটিতেই। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে খুলনা টাইগার্স। চার ম্যাচে এক জয়ে দুই পয়েন্ট নিয়ে দু’বার রাজশাহী চারে। সেরা ব্যাটার অ্যালেক্স হেলস (২১৭ রান) রংপুরের হলেও সেরা বোলার তাসকিন (১২ উইকেট) দুর্বার রাজশাহীর। ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা সেঞ্চুরি হাঁকালেও সেরা পাঁচে নেই তিনি। লিটন নিজেকে মেলে ধরতে পারেননি এখনো। উইলো হাতে ধুঁকছেন তিনি। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারে সেরা পাঁচে আছে তাসকিন, খুশদিল শাহ, হেলস, নাহিদ রানা, ইফতেখার।

সিলেট পর্বের শুরুতে স্ট্রাইকার্সরা ২০৫ রান করলেও রংপুরের কাছে হারতে হয়েছে আট উইকেটে। দুর্বার রাজশাহী ১৬৮ রান করে দ্বিতীয়বারের মতো বরিশালের কাছে হেরেছে ৭ উইকেটে। দ্বিতীয় দিনে এবারের বিপিএলে সর্বনিম্ন ১১১ রান করেছে ঢাকা। রংপুর ম্যাচটি জিতে নেয় ৭ উইকেটে। পরের সর্বনি¤œ রান সিলেটের ১২৫। বরিশাল এটিও জিতে ৭ উইকেটে।
ঢাকা অধিনায়ক থিসারা পেরেরা জানান, ‘দলীয় সমঝোতা হচ্ছে না। সবাই চেষ্টা করছে। একটা জয় মোমেন্টাম ঘুরিয়ে দিতে পারে। দলে অনেক তারকা ক্রিকেটার রয়েছে। ভাগ্য সহায় হচ্ছে না। নিজেদের মোড় ঘুরাতে চিটাগংয়ের বিপক্ষে সর্বশক্তি দিয়ে মোকাবেলা করবে ঢাকা।’
চিটাগংয়ের টপ অর্ডার মো: মিথুন জয়ের ব্যাপারে আশাবাদী, ‘আমরা জয়ের জন্যই নামি। কখনো হয় কখনো হয় না। দলের সবার প্রতি পূর্ণ বিশ^াস আছে। দুই পয়েন্টের জন্যই মাঠে নামবে দল।’
রংপুরের অধিনায়ক সোহান পিছু তাকাতে চান না। তার কথায়, ‘এত দূর যখন এসেছে তখন আর পেছনে তাকাতে চাই না। তারপরও খেলাটা বরিশালের সাথে। তারাও শক্তিশালী। আমরা অ্যাডভান্স চিন্তা করছি। ম্যাচ বাই ম্যাচ ভালো খেলার চেষ্টা করি। সফলতা সেখানেই।’
বরিশালের ক্যাপ্টেন তামিম ইকবালের কণ্ঠে দৃঢ়তা। ‘রংপুরকে প্রথম হারের স্বাদ দিতে চাইছে পুরো ইউনিট। মাঠে সেটির প্রয়োগ ঘটানোই মূল কথা। ওরা নিঃসন্দেহে ভালো বলেই অপরাজিত রয়েছে। দেখা যাক কী হয়।’


আরো সংবাদ



premium cement