০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

দ্বি-স্তর টেস্টের বিপক্ষে স্মিথ-মমিনুলও

-

দ্বি-স্তরবিশিষ্ট টেস্ট ক্রিকেট নিয়ে কার্যত দুই ভাগ হয়ে গেছে ক্রিকেট বিশ্ব। ক্রিকেটের ‘তিন মোড়লদের’ টেস্ট নিয়ে নতুন এই ভাবনার প্রতিদিনই বিরোধিতা করছেন সাবেক অনেক ক্রিকেটাররা। আর অন্য দিকে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারত এই পদ্ধতি নিয়ে ইতিবাচক ধারণা পোষণ করছেন।
টেস্টকে দুই ভাগে ভাগ করলে নিচু সারির দলগুলোর টেস্ট ভবিষৎ হুমকির মুখে পড়বে বলে মনে করছেন অনেকে। ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড, শ্রীলঙ্কার অর্জুন রানাতুঙ্গার পর এবার দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথও এই পদ্ধতির তীব্র সমালোচনা করেছেন। তাদের এই দলে যোগ দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটার মমিনুল হকও। দ্বি-স্তরবিশিষ্ট টেস্ট কার্যকর হলে যে বাংলাদেশের মতো দল বড় ক্ষতির মুখে পড়বে।

তিন মোড়লদের নিজেদের মধ্যে বেশি টেস্ট খেলার জন্যই এই পদ্ধতির আবির্ভাব বলে মনে করেন স্মিথ। সাবেক প্রোটিয়া ক্রিকেটার বলেন, আপনি আর কোথায় এমনটা দেখবেন যে শীর্ষ তিন দল শুধু পরস্পরের বিপক্ষে খেলছে? তার মতে, ক্রিকেটের এই দীর্ঘতম সংস্করণের মান বাড়ানোর দিকে নজন না দিয়ে আর্থিক লাভটাকে প্রাধান্য দেয়া হচ্ছে। টেস্ট ক্রিকেট বাঁচানোর সমাধান দিয়ে তিনি বলেন, ক্রিকেট-বিশ্বের দরকার হলো দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কাকে শক্তিশালী করা।
এ দিকে দ্বি-স্তর টেস্টেও ধারণা নিয়ে হতাশ মমিনুল। ক্রিকবাজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটা শুনে খুবই হতাশ। আমার মনে হয়, যেসব দেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার জন্য এত কঠোর পরিশ্রম করছে, তাদের জন্য ভয়ঙ্কর হবে বিষয়টি।


আরো সংবাদ



premium cement