১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

থিকসেনার হ্যাটট্রিকই সান্ত্বনা

হ্যাটট্রিককারী লঙ্কান বোলার মহেশ থিকসেনা। এরপরও সিরিজ হার কিউদের কাছে : ক্রিকইনফো -

শ্রীলঙ্কার বিপক্ষে বৃষ্টিবিঘি্নত ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। হ্যামিল্টনে গতকাল বৃষ্টির কারণে ৩৭ ওভারে নেমে আসে ম্যাচের দৈর্ঘ্য। সেই ম্যাচে কিউইদের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিক করলেন লঙ্কান স্পিনার মহেশ থিকসেনা। এই হ্যাটট্রিকটি পূর্ণ করেন তিনি দুই ওভারে। শুরুটা হয় ৩৫তম ওভারে। শেষ দুই বলে সাজঘরে ফেরান মিচেল স্যান্টনার ও নাথান স্মিথকে। এরপর ৩৭ ওভারের প্রথম বলে ম্যাট হেনরিকে বিদায় করে হ্যাটট্রিক করেন এই অফ স্পিনার। কিন্তু তার হ্যাটট্রিকের দিনেও হেরেছে দল। নিউজিল্যান্ড ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ পায় ২৫৫ রান। লক্ষ্য তাড়ায় ১৪২ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ১১৩ রানের এই জয়ে টি-২০ সিরিজের পর ওয়ানডে সিরিজও ২-০তে জিতে নিল নিউজিল্যান্ড।

সেডন পার্কে বৃষ্টির কারণে আড়াই ঘণ্টা দেরিতে শুরু হয় খেলা। ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইল ইয়ংকে হারায় নিউজিল্যান্ড। পরে রাচিন রাবিন্দ্র ও মার্ক চ্যাপম্যানের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। দু’জনে গড়েন ১১২ রানের জুটি। ৪৪ বলে ফিফটি করার পর ৬২ রানে চ্যাপম্যানকে সাজঘরের পথ দেখিয়ে জুটি ভাঙেন থিকসেনা। এরপর ওয়ানিন্দু হাসারাঙ্গার গুগলিতে ৭৯ রান করে ফেরেন রাবিন্দ্র। এ ছাড়া ড্যারেল মিচেল ৩৮, গ্লেন ফিলিপস ২২ ও স্যান্টনারের ২০ রানের সুবাদে আড়াই শ’ ছাড়ায় নিউজিল্যান্ড। হ্যাটট্রিকসহ চারটি উইকেট নেন থিকসেনা।

থিকসেনার হ্যাটট্রিকের ম্যাচে রান তাড়ায় দুঃস্বপ্নের মতো শুরু লঙ্কানদের। দলীয় ২২ রানেই চার উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় সফরকারীরা। এর মাঝেও এক প্রান্ত আগলে রেখে লড়াই করেন কামিন্দু মেন্ডিস। অষ্টম ব্যাটার হিসেবে ও’রোর্কের শিকারে পরিণত হয়ে ৬৬ বলে ৬৪ রান করে কামিন্দু ফিরলে পরাজয়টা ছিল সময়ের ব্যাপার। শেষ পর্যন্ত ৩০.২ ওভারেই অলআউট হয় শ্রীলঙ্কা। তিনটি উইকেট নেন উইল ও’রোর্ক। আগামী শনিবার অকল্যান্ডে সিরিজের শেষ ম্যাচ খেলতে নামবে দুই দল।


আরো সংবাদ



premium cement

সকল