সুপার কাপের চ্যাম্পিয়ন মিলান
- ক্রীড়া ডেস্ক
- ০৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
এর আগের তিনবারের আসরের চ্যাম্পিয়নই ইন্টার মিলান। গত পরশু ইতালিয়ান সুপার কাপের ফাইনাল জিতে টানা চারবার এই শিরোপা ঘরে তোলার পথেই ছিল ক্লাবটি। শুরুতে ২-০ গোলে এগিয়ে থাকা ইন্টারের কাছ থেকে জয়টা একরকম ছিনিয়ে নিয়েছে এসি মিলান। অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনে ‘মিলান ডার্বিতে’ ৩-২ গোলে জিতেছে তারা। গত পরশু সৌদি আরবের আল আওয়াল স্টেডিয়ামে নাটকীয় ফাইনাল জিতে আটবারের মতো এই প্রতিযোগিতায় শিরোপা জয়ের কীর্তি গড়ে ইতালিয়ান বুনেদি ক্লাবটি। অন্য দিকে প্রথম দল হিসেবে টুর্নামেন্টে টানা চারবার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা জাগিয়েও হারের হতাশায় পুড়ে আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজের ক্লাবটি।
সুপার কাপের আগের আসরে নাপোলির বিপক্ষে ফাইনালের একমাত্র গোলদাতা লাউতারো মার্টিনেজ এবারও প্রথমে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের যোগ করা সময়ে বাঁ পায়ের দারুণ শটে লক্ষ্য ভেদ করেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই ইরানি ফরোয়ার্ড মেহদি তেরেমির গোল ২-০ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার। চার মিনিট পরই ফ্রি-কিকে ব্যবধান কমান মিলানের ডিফেন্ডার থিও হার্নান্দেজ। তবে এরপরও ম্যাচের লাগাম ছিল ইন্টার কাছেই। এসি মিলান ছিল সুযোগের অপেক্ষায়। ৮০ মিনিটে আসে মোক্ষম সুযোগ, আর সেই সুযোগ কাজেও লাগিয়ে ফেলে নতুন যোগ দেয়া কোচ সার্জিও কনসেইকাওয়ের দলটি। সমতাসূচক গোলটি করেন ক্রিশ্চিয়ান পুলিসিচ।
নির্ধারিত সময়ে সমতায় শেষ হওয়া ম্যাচটি যখন মনে হচ্ছিল পেনাল্টি শুট আউটের দিকে যাবে তখনই ইন্টারকে চমকে দেয় বদলি নামা মিলানের ফরোয়ার্ড টামি আব্রাহাম। রাফায়েল লেওয়ার চমৎকার পাস থেকে বল জালে জড়িয়ে বাঁধনহারা উচ্ছ্বাসে মেতে উঠে এসি মিলান।
সদ্য দায়িত্ব নিয়েই দলকে শিরোপা জিতিয়ে আনন্দের শেষ নেই কোচ কনসেইকাওয়ের। মিলানের কোচ বলেন, আমি খেলোয়াড়দের জন্য খুবই আনন্দিত, কারণ কাজটা মোটেও সহজ ছিল না।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা