০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

দিপোর্তিভার জালে রিয়ালের ৫ গোল

-


প্রতিপক্ষ ছিল স্প্যানিশ ফুটবলের চতুর্থ স্তরের দল। শক্তি, সামর্থে যোজন যোজন পিছিয়ে থাকা ক্লাবটিকে নিয়ে প্রত্যাশিতভাবেই রীতিমতো ছেলেখেলা করেছে রিয়াল মাদ্রিদ। প্রথম সারির অধিকাংশ ফুটবলারদের বিশ্রামে রেখেও কোপা দে’রের শেষ ৩২’এর ম্যাচে দিপোর্তিভা মিনেরাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। গোল উৎসবে গত পরশুর এই ম্যাচে জোড়া গোল করেছেন আর্দা গুলার, একটি করে গোল করেছেন লুকা মদ্রিচ, ফেদেরিকো ভালভার্দে ও এদুয়ার্দো কামাভিঙ্গা।

কার্তাহোনোভা স্টেডিয়ামে গোলের লক্ষ্যে মোট ৩৩বার শট নেয় রিয়াল, যার মধ্যে গোলমুখেই ছিল ২১টি। বিপরীতে কেবল একবারই গোলমুখে শট রাখতে পেরেছে মিনেরা। ৫ মিনিটেই ভালভার্দের দারুণ এক ভলিতে এগিয়ে যাওয়ার ৮ মিনিট পরই ব্যবধান দ্বিগুন করেন কামাভিঙ্গা। প্রথামার্ধে তুর্কি তরুণ গুলারের আরো এক গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।
এদিন রিয়ালের শুরুর একাদশে অনভিজ্ঞ ফুটবারদের ভিড়ে ৩৯ বছর বয়সী লুকা মদ্রিচ নিজের স্বভাবজাত খেলাটাই খেলেছেন। ৫৫ মিনিটে দলের হালি গোল পূর্ণ করেন ব্যালন ডি’অর জয়ী এই ক্রোয়েট মিডফিল্ডার। ৪-০ গোলে এগিয়ে থাকার পরও আক্রমণের ধার কমায়নি লস ব্লাঙ্কোসরা। তবে মিনেরার গোলরক্ষক ফ্রান মার্টিনেজ বেশি কিছু শট রুখে না দিলে আরো বড় হার হজম করতে হতো তার দলকে। রিয়ালের হয়ে ৮৮ মিনিটে শেষ গোলটি করে জোড়া গোল পূর্ণ করেন গুলার।


আরো সংবাদ



premium cement