০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`
ফেডারেশন কাপ

ঢাকা আবাহনীর মুখোমুখি আজ মোহামেডান

-

ঢাকা আবাহনী লিমিটেড আজ মুখোমুখি হচ্ছে মোহামেডান এফসির। বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপ ফুটবলে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মুখোমুখি হবে ঢাকার দুই ঐতিহ্যবাহী ক্লাব। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২টা ৪৫ মিনিটে। এ দিন ‘বি’ গ্রুপের অপর ম্যাচে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী লিমিটেডের মুখোমুখি হবে ফকিরেরপুল ইয়ংম্যান্স ক্লাব।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলমান আসরে ভালো ফর্মে রয়েছে ঐতিহ্যবাহী সাদা-কালো জার্সিধারীরা। লিগে এরইমধ্যে ছয় ম্যাচের সব ক’টি জিতে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে মোহামেডান। নিজেদের সব শেষ ম্যাচে গত ৪ জানুয়ারি চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ৫-১ গোলের জয়ের উজ্জীবিত আলফাজ আহমেদের দল। তবে চলতি মৌসুমে দুই দলের এটি দ্বিতীয় লড়াই। এর আগে লিগে আবাহনীকে ১-০ গোলে হারিয়েছে তারা।

কুমিল্লার এই ভেন্যুতেই মৌসুমের প্রথম মর্যাদার লড়াইয়ে মোহামেডানের কাছে হার মেনেছিল ঢাকা আবাহনী। গত বছর ১৪ ডিসেম্বর হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই লড়াই। দারুণ উত্তেজনাপূর্ণ সেই ম্যাচ দেখতে কুমিল্লা স্টেডিয়ামে সেদিন দর্শকের ঢল নেমেছিল। আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে প্রথমার্ধের ইনজুরি সময়ে গোল করে ব্যবধান গড়ে দিয়েছিলেন মোহামেডানের অধিনায়ক মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে। সেই হারের স্মৃতি এখনো ভুলতে পারেনি আবাহনী। এক মাসেরও কম সময়ের ব্যবধানে ফের তাদের সামনে সাদা-কালোরা। আজ তাই মোহামেডানের বিপক্ষে মধুর প্রতিশোধের সুযোগ আকাশি-নীলদের সামনে।

তবে সেই সুযোগটি কি কাজে লাগাতে পারবে আবাহনী? গত কয়েক মৌসুমে দুই দলের লড়াইয়ে কিন্তু ফেবারিট হিসেবে মাঠে নামত ঢাকার আকাশি-হলুদ জার্সিধারীরাই। তবে এবার হয়েছে উল্টোটা। কারণ এবার আবাহনী দল গড়েছে বিদেশী ফুটবলার ছাড়া। যদিও দেশের ফুটবলে একটা কথা প্রচলিত ‘বিদেশীরাই পার্থক্য গড়ে দেন ম্যাচে’। লিগে এখন পর্যন্ত আবাহনী ছয় ম্যাচের চারটিতে জিতেছে, একটিতে ড্র করেছে। আর একমাত্র হার মোহামেডানের বিপক্ষে। ১৩ পয়েন্ট নিয়ে তারা টেবিলের তৃতীয় স্থানে।
এই মাঠে প্রথম ম্যাচে আবাহনীর বিপক্ষে জয়ে আজকের ম্যাচে ফেবারিট মোহামেডানই। ফেডারেশনকাপে অবশ্য এই দুই দলের সমান পয়েন্ট হলেও গোল পার্থক্যে দুইয়ে সাদা-কালোরা। অবশ্য এক ম্যাচ কম খেলা আবাহনীরও ৩ পয়েন্ট। তবে লিগের জয়ের ধারা ফেডারেশন কাপেও আজ অব্যাহত রাখতে চাইবে মোহামেডান। অন্য দিকে লিগ ম্যাচে পরাজয়ের প্রতিশোধ নিতে চাইবে আবাহনী।


আরো সংবাদ



premium cement