রশিদ খানের নৈপুণ্যে সিরিজ আফগানদের
- ক্রীড়া ডেস্ক
- ০৭ জানুয়ারি ২০২৫, ০০:০০
বুলাওয়ে টেস্ট আগের দিন জমিয়ে তুলেছিলেন সিকান্দার রাজা ও ক্রেগ আরভিন। এরপর হাসমতউল্লাহ শাহিদির তালুবন্দি করে সিকান্দারকে সাজঘরের পথ দেখান রশিদ খান। জিম্বাবুয়ের পঞ্চম উইকেটের পতন। এর আগেও চার উইকেটের মধ্যে তিনটি নিজের ঝুলিতে পুড়ে টেস্টকে নিজেদের আয়ত্বে নিয়ে এসেছিলেন ডানহাতি এই লেগ স্পিনার। রাজার বিদায়ের পর টেস্ট জয়ের সুবাতাস পেতে থাকে আফগানরা। এরপর শন উইলিয়ামসকে ফিরিয়ে ফাইফার পূর্ণ করেন রশিদ। এরপর ব্রায়ান বেনেটকেও এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ২৬ বছর বয়সী এই স্পিনিং অলরাউন্ডার। শেষ পর্যন্ত পঞ্চম দিন প্রথম সেশনে ১৩ মিনিট আর ১৫ বলেই গুড়িয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। ৭২ রানের জয়ে দুই ম্যাচ সিরিজ ১-০ তে জিতে নেয় আফগানিস্তান। দুই ইনিংসে ১১ উইকেট নিয়ে ম্যাচসেরা হন রশিদ খান। আর প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরির পর এই ম্যাচে সেঞ্চুরির সুবাদে সিরিজসেরা রহমত শাহ।
জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটি ড্র করেছিল আফগানিস্তান। দ্বিতীয় টেস্ট জয়টি ছিল আফগানদের জন্য বিশেষ কিছু। কারণ এ নিয়ে চারটি টেস্ট জিতলেও এই ফরম্যাটে কোনো সিরিজ জেতা হয়নি যুদ্ধ বিধ্বস্ত দেশটি। জিম্বাবুয়েকে হারিয়ে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল আফগানিস্তান।
কুইন্স স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে টেস্টের চতুর্থ দিনই জয় অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল আফগানিস্তানের। বাকিটা ছিল সময়ের ব্যাপার। ৮ উইকেট হারিয়ে ২০৫ রানে দিন চতুর্থ দিন শেষ করে জিম্বাবুয়ে। উইকেটে ছিলেন ক্রেগ আরভিন ৫৩ ও ৩ রান নিয়ে এনগ্রাভা। জয়ের জন্য আফগানিস্তানের তখন প্রয়োজন ছিল ২ উইকেট আর জিম্বাবুয়ের ৭৩ রান। কিন্তু এদিন আর কোনো রানই করতে পারেনি স্বাগতিকরা। শেষ দিন দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই ৩ রান নিয়েই প্রথমে বিদায় নেন এনগ্রাভা। পরের ওভারেই আরভিনকে বিদায় করে জয় নিশ্চিত করেন রশিদ খান। অফ স্টাম্পের বাইরে থেকে টার্ন করে ভেতরে ঢোকা বল ব্যাটে না লেগে আঘাত করে প্যাডে। রশিদের আবেদনে সাড়া দেন আম্পয়ার। এলবিডব্লিউ হয়ে আগের দিন শেষ করা ৫৩ রানেই বিদায় নিতে হয় জিম্বাবুয়ের অধিনায়ককে।
২৭৮ রানের লক্ষ্য তাড়ায় তারা থেমে যায় ২০৫ রানেই। টেস্ট জয়ের নায়ক রশিদ খান রেকর্ড গড়া বোলিংয়ে ৬৬ রানে নেন ৭ উইকেট। দলটির হয়ে টেস্টের এক ইনিংসে যা সেরা বোলিংয়ের কীর্তি। ক্যারিয়ারে এ নিয়ে দ্বিতীয়বার ইনিংসে ৭ উইকেট পেলেন তারকা এই লেগ স্পিনার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা