মিরপুরের উইকেট কি ফিরবে সিলেটে
- জসিম উদ্দিন রানা
- ০৬ জানুয়ারি ২০২৫, ০২:১২
পট পরিবর্তনের পর এবারের বিপিএলে লো স্কোরিং একটি ম্যাচ ছাড়া হাই স্কোরিং ছিল প্রতিটি ফ্র্যাঞ্চাইজির। টিকিট কাটা কিংবা পাওয়ার বিড়ম্বনা মিলিয়ে গেছে ব্যাটারদের চার-ছক্কার ফুলঝুরিতে। ঢাকা প্রথম পর্বে মিরপুরের উইকেটের আচরণ ছিল যথেষ্ট ভালো। আগের সব বিপিএলে মিরপুরে রান হয় না বলে সবার যে অনুযোগ-সমালোচনা ছিল, তার কিছুটা হলেও মিটেছে। প্রথম ১৬ ইনিংসের পাঁচটিতেই এসেছে ১৯০+ রান। যার তিনটি ২০০ ছাড়িয়েছে। ঢাকা প্রথম পর্ব শেষে আজ থেকে শুরু বিপিএলের সিলেট পর্ব। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বেলা দেড়টায় মুখোমুখি হবে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স ও এখন পর্যন্ত শীর্ষে থাকা রংপুর রাইডার্স। রাত সাড়ে ৬টায় ফরচুন বরিশালের মোকাবেলা করবে দুর্বার রাজশাহী। ম্যাচগুলো সরাসরি দেখাবে টি-স্পোর্টস।
গত শুক্রবারই সিলেটে পৌঁছেছে ঢাকা প্রথম পর্ব শেষে শীর্ষে থাকা রংপুর রাইডার্স। সিলেট স্ট্রাইকার্স নিজেদের হোম ভেনুতে পৌঁছে ১ জানুয়ারি। সিলেটে নিজেদের মাঠে সর্বাধিক পাঁচটি ম্যাচ খেলবে সিলেট। একই দিনে রংপুরের সাথে সিলেটে এসেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন ফরচুন বরিশালও। ঢাকা প্রথম পর্বের প্রথম দিন ছাড়া শেষ তিন দিন ছিল হিমশীতল কুয়াশাছন্ন পরিবেশ। সূর্যের দেখা মিললেও ছিল না রোদের কোনো তীব্রতা। তবে সিলেটের আবহাওয়া ঢাকার ঠিক উল্টো। সকাল থেকেই দেখা মিলছে রৌদ্রোজ্জ্বল নীল আকাশ আর ঠাণ্ডাকে বিদায় দেয়া গরমের। হালকা অনুশীলনেই ঘেমেছেন ক্রিকেটাররা।
ঢাকায় রাতের ম্যাচে শিশির ছিল। সিলেটে কি হবে। এ নিয়ে দলগুলোর একটা দুশ্চিন্তা থাকছেই। সিলেটে পৌঁছে সেদিন রাতে হোটেলের লনের ঘাস ছুঁয়ে শিশির পরখ করেছেন বরিশালের কোচ বাবুল ইসলাম ও ম্যানেজার সাব্বির খান শাফিন। সেদিন অবশ্য রাতে শিশির পড়েনি। কিন্তু ম্যাচের রাতে শিশির পড়বে না, এমন নিশ্চয়তা পাচ্ছেন না বরিশাল ও রাজশাহীর কোচিং স্টাফরা। তাদের ম্যাচটি রাতে বলেই শঙ্কাটা একটু বেশি।
গত বিপিএলের সিলেট পর্বে রাতের ম্যাচে আগে ব্যাট করা দলগুলোই বেশি জয় পেয়েছিল। আবহাওয়া পরিবর্তনশীল হওয়ায় এবারও শিশিরের প্রভাব নিয়ে সতর্ক সব দলের কোচ ও অধিনায়কেরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট অ্যাকাডেমির ২ নম্বর অনুশীলন মাঠে গতকাল দুপুরে অনুশীলন সেরেছে সিলেট, বরিশাল ও রংপুর। সেন্টার উইকেটের ছয়টি নেটে দুই ঘণ্টা ধরে ব্যাটিং ও ফিল্ডিং অনুশীলনে ব্যস্ত ছিলেন তামিম, শান্ত, অনিক, রাকিম কর্নওয়াল, জাকির, কাইল মায়ার্স, তৌহিদ হৃদয়রা। চোট কাটিয়ে ফিরেছেন মুশফিকুর রহীম। বরিশালের ফিজিও বায়েজিদুল জানান, ‘মুশফিকের আঙুল এখন ভালো। তিনি ম্যাচ খেলতে পারবেন।’
ভালো উইকেটের প্রত্যাশা
সিলেটের উইকেট চিরাচরিতভাবে ব্যাটিং-সহায়ক হলেও সাম্প্রতিক সময়ে এর চরিত্র বদলেছে। তবে সবার আশা, এবারের মিরপুরের মতোই হবে এখানকার উইকেট। বরিশালের পেসার ইবাদত হোসেন অনুশীলন শেষে বললেন, ‘ঢাকার উইকেট ভালো ছিল, সিলেটেও দারুণ উইকেট হবে বলে আশা করছি। স্পোর্টিং উইকেট হলে ব্যাটার-বোলারদের জন্য চ্যালেঞ্জ থাকবে।’
জয় দিয়েই সিলেটে শুরুর আশা ইবাদতের, ‘এখানে খেলে আমি বড় হয়েছি। আশা করি, জয় দিয়েই আবারো ম্যাচে ফিরব। সুযোগ পেলে সেরাটা দিতে চাই।’ সিলেটে ভালো উইকেটের আশা স্ট্রাইকার্সের কোচ তুষার ইমরানেরও, ‘সিলেটের উইকেট ভালো। কিছুদিন আগেও এনসিএল টি-২০তে এখানে অনেক রান হয়েছে। ব্যাটাররা ভালো শুরু করতে পারলে ম্যাচে ফেরা সম্ভব। উইকেটে টিকে থাকলে ভালো ম্যাচ হবে, আমরা সেভাবেই প্রস্তুত হচ্ছি।’
বরিশালের অধিনায়ক কাইল মায়ার্স বলেন, গত মৌসুমের চ্যাম্পিয়ন আমরা। এ মৌসুমেও ভালো করতে চাই। মোমেন্টাম ধরে রাখা গুরুত্বপূর্ণ। আমার দায়িত্বের দিকেই মনোযোগ রাখছি।’
দুর্বার রাজশাহীর অধিনায়ক সোহাগ গাজী বলেন, ‘আগেও এই কাজগুলোই করেছি আন্তর্জাতিক, বিপিএল, ঘরোয়াতে। নতুন বলে আমার ওপর ওই বিশ্বাসটা আছে বলেই হয়ত আমি নতুন বলে শুরু করি। চেষ্টা থাকবে কালকেও (আজ) যদি নতুন বল পাই অবশ্যই চেষ্টা থাকবে তাদেরকে আটকানোর। সবদিকেই স্পিনারদের চ্যালেঞ্জ নেয়া উচিত, বিশেষ করে অফ স্পিনারদের সেটা ডানহাতি হোক বাঁহাতি হোক।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা