টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া
- ক্রীড়া ডেস্ক
- ০৬ জানুয়ারি ২০২৫, ০২:১২
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ছয় উইকেটে ১৪১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। কিন্তু গতকাল চার উইকেট হারিয়ে মাত্র ১৬ রান যোগ করতে পারে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাবিহীন দল। অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য তাই লক্ষ্য দাঁড়ায় ১৬২ রান। লক্ষ্য তাড়ায় যখন ব্যাটার স্যাম কনস্টাস ও উসমান খাজা ক্রিজে আসে, তখন সবার দৃষ্টি ছিল ফিল্ডিংয়ে নামা ভারতীয় দলের দিকে। বিশেষ করে জাসপ্রিত বুমরাহ। মাঠে এসে বৃত্ত গড়ে দাঁড়িয়ে সেখানে সতীর্থদের উদ্দেশে কথা বলতে দেখা গেল বিরাট কোহলিকে। মাঠে নেই বুমরাহ! ম্যাচের ভাগ্যও যেন তখনই লেখা হয়ে গেল। কারণ বুমরাহর অভাব পূরণ করার মতো কেউ ছিল না সফরকারীদের দলে। বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজে আগেই ২-১-এ এগিয়ে ছিল স্বাগতিকরা। আর শেষ টেস্টে ছয় উইকেটে জিতে আগামী জুনে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার পাশে জায়গা করে নিলো অস্ট্রেলিয়া।
বোর্ডার-গাভাস্কর ট্রফিতে ২০১৪-১৫ সবশেষ ২-০ ব্যবধানে সিরিজে জিতেছিল অস্ট্রেলিয়া। এরপর ভারতে দু’টি ও অস্ট্রেলিয়ায় দু’টি, টানা চারটি সিরিজ জিতেছিল ভারত। অবশেষে দেশের মাঠে ট্রফি পুনরুদ্ধার করলেন প্যাট কামিন্সের দল।
তৃতীয় দিন উইকেটে আসেন দুই অপরাজিত ব্যাটার রবিন্দ্র জাদেজা ও ওয়াসিংটন সুন্দর। এ দিন তৃতীয় ওভারের দ্বিতীয় বলেই ১৩ রান করে বিদায় নেন জাদেজা। দলীয় ৯ রান যোগ করতেই সুন্দরও ১২ রানে ফেরেন । দুইজনকেই সাজঘরের পথ দেখান কামিন্স। অন্য দুই ব্যাটার মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহকে ফিরিয়ে আগের দিনের চার উইকেটের সাথে আরো দু’টি যোগ করেন স্কট বোলান্ড। সব মিলে ম্যাচে ৭৬ রানে ১০ উইকেট নিয়ে ম্যাচসেরা হন বোলান্ড।
মামুলি টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৫৯ রানে তিন উইকেট হারায় অস্ট্রেলিয়া। ২২ রানে প্রথম ফেরেন কনস্টাস। এরপর লাবুশেন ৬ ও স্মিথ ফেরেন চার রান নিয়ে। তিনজনকেই প্যাভিলিয়নের পথ দেখিয়ে প্রসিদ্ধ কৃষ্ণ। ১০৪ রানে অস্ট্রেলিয়ার চতুর্থ উইকেটে পতন। এবার মোহাম্মদ সিরাজের বলে উইকেটরক্ষক ঋষভ পান্তের তালুবন্দী হন ৪১ রান করা খাজা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি স্বাগতিকদের। ৩৪ রানে ট্রাভিস হেড ও ৩৯ রানে বিউ ওয়েবস্টার অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন। পুরো সিরিজে পাঁচ ম্যাচে ৩২ উইকেট নিয়ে সিরিজসেরা হন জাসপ্রিত বুমরাহ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা