আর্সেনালের ড্রয়ের ম্যাচে পেনাল্টি বিতর্ক
- ক্রীড়া ডেস্ক
- ০৬ জানুয়ারি ২০২৫, ০২:১১
ফুটবলে মাঝে মধ্যেই রেফারির বাজে সিদ্ধান্তের ভুক্তভোগী হতে হয় খেলোয়াড় অথবা দলকে। তবে মাঠে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হওয়ায় তর্ক-বিতর্ক ছাড়া কিছুই করার থাকে না। প্রিমিয়ার লিগে এমন পরিস্থিতিরই সাক্ষী হলো আর্সেনাল। ব্রাইটনের বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচে গানারদের বিপক্ষে রেফারির পেনাল্টি দেয়াকে ‘উদ্ভট’ বলে মন্তব্য করেছেন দলটির কোচ মিকেল আর্তেতা। এক গোলে এগিয়ে থাকা ম্যাচের ৬১ মিনিটের ওই পেনাল্টি কোনোভাবেই হজম করতে পারছেন না এই স্প্যানিশ কোচ।
প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে দুর্দান্ত জয়ে চেনা ছন্দে ফেরার আভাস দিলো ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে ওয়েস্টহ্যামকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার দল। জোড়া গোল করা আর্লিং হলান্ড সিটিজেনদের বড় জয়ের নায়ক। অন্য ম্যাচে চেলসিকে ১-১-এ রুখে দিয়েছে ক্রিস্টাল প্যালেস। সাউদাম্পটনের বিপক্ষে গোলউৎসব করে ৫-০ গোলের বড় ব্যবধানে জিতেছে ব্রেন্টফোর্ড। লেস্টার সিটির বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে অ্যাস্টন ভিলা।
এ দিকে স্পেনের চতুর্থ স্তরের দলের বিপক্ষে দাপট দেখিয়েই জিতেছে বার্সেলোনা। কোপা দেল রে’র শেষ ৩২-এর ম্যাচে বার্বাস্ত্রোকে ৪-০ গোলে উড়িয়েছে কাতালান ক্লাবটি। রবার্ট লেভানোদোভস্কির জোড়া গোলের সাথে জালের দেখা পান পাবলো তরে ও এরিক গার্সিয়া। বার্সার জয়ে শুরু করা বছরটি ছিল হ্যান্সি ফ্লিকের কোচিং ক্যারিয়ারের শততম জয়ের দিন। আর এই জয়ে টুর্নামেন্টের শেষ ষোলো নিশ্চিত করল জার্মান কোচের ক্লাব। স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতার আরেক ম্যাচে মার্বেলা এফসিকে ১-০ গোলে হারিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। ম্যাচে জয়সূচক গোলটি আসে অ্যান্তনিও গ্রিজম্যানের পা থেকে।
প্রতিপক্ষের মাঠে ১৬ মিনিটে ইথান ওয়ানেরির গোলে এগিয়ে যায় আর্সেনাল। আমেক্স স্টেডিয়ামে ম্যাচের আলোচিত ঘটনাটি ঘটে ম্যাচের ৬০ মিনিটে। নিজেদের বক্সে হেডে বল ক্লিয়ার করার চেষ্টা করেন আর্সেনালের ডিফেন্ডার উইলিয়াম সালিবা। একই সময় হেড করার চেষ্টা করেন ব্রাইটনের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। তবে ফরাসি ডিফেন্ডারের মাথার সাথে পেদ্রোর মাথার সংঘর্ষ ঘটলে বাধে বিপত্তি। ব্রাইটনের ফরোয়ার্ড ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পরে ভিএআর সেটা বহাল থাকলে সেই পেদ্রোই স্পট কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান। ম্যাচ শেষে রেফারির এই সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আর্তেতা। আর্সেনাল কোচ বলেন, ‘পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে আমরা সত্যিই অনেক হতাশ।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা