সরে যাওয়ার ইঙ্গিত ফাহিমের
- ক্রীড়া প্রতিবেদক
- ০৬ জানুয়ারি ২০২৫, ০২:১১
৫ অগাস্ট পরবর্তী সময়ে ঘটনাচক্রে বিসিবির পরিচালক হওয়া নাজমুল আবেদিন ফাহিম দায়িত্ব চালিয়ে যাওয়া নিয়ে নেতিবাচক অবস্থানে চলে গেছেন। কাজে বাধা এলে দায়িত্বে থাকতে চান না বলে জানিয়ছেন তিনি। তবে কি কাজে, কোনো কাজে বাধা এসেছে- সেটি পরিষ্কার করেননি এই সাবেক কোচ ও বর্তমান সংগঠক।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্রীড়া পরিষদের মনোনয়নে জালাল ইউনূস ও সাজ্জাদুল আলম ববির বদলে বিসিবিতে পরিচালক হয়ে আসেন ফাহিম ও ফারুক আহমেদ। ফারুক পরে হন সভাপতি। নতুন পরিচালক হওয়া ফাহিমকে এরপর থেকে বিসিবির গুরুত্বপূর্ণ সব বিষয়েই কথা বলতে দেখা গেছে।
বিপিএল গভর্নিং কাউন্সিলের দায়িত্বও সামলাচ্ছেন ফাহিম।
গুঞ্জন উঠেছে বিসিবি সভাপতি ফারুকের দুর্ব্যবহারের কারণে পদত্যাগ করতে চান ফাহিম। এই ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘হয়ত বলেছি যেভাবে প্রত্যাশা করেছিলাম সে রকম না হলে পদত্যাগের চিন্তাভাবনা করব। কাজ যদি আমার সন্তোষজনক না হয় সে ক্ষেত্রে হয়ত সরে যেতে পারি। সব মিলিয়ে যা চেয়েছিলাম- সেটি যদি অসন্তোষজনক হয় তাহলে থাকা যাবে না।’
সদ্যই শুরু হয়েছে বিপিএল। ঢাকায় আসরের প্রথম পর্ব চলাকালীন সময়েই নাকি ক্রীড়া মন্ত্রণালয়ের কর্তাদের সামনেই নাজমুল আবেদীন ফাহিমকে অপদস্থ করেন ফারুক আহমেদ। কোনো একটি বিষয়ে ফাহিমকে বিসিবি প্রেসিডেন্ট বলেছিলেন, ‘ইউ এক্টিং লাইক ফানি? বিসিবি প্রেসিডেন্ট হতে চান? আসেন বানায় দেই’!
ফাহিম আরো জানান, ‘বিসিবি সভাপতির সেই মন্তব্য আমি আবার বলতে চাই না। আমরা দু’জনই নতুন এসেছি। আমাদের একসাথে কাজ করার যে ব্যাপারটা, সেখানে এ ধরনের মন্তব্য সমীচীন নয়। আমার মনে হয় বোর্ডের বাইরে থাকতে পারলেই ভালো হবে।’
বিসিবি সভাপতি ফারুক বলেন, ‘নাজমুলের কথায় তিনি বোর্ড থেকে পদত্যাগের ইঙ্গিত পাননি। বলেছেন, কাজ করা কঠিন। দুর্ব্যবহার একটা আপেক্ষিক ব্যাপার। কাজের মাত্রা বেশি, লোক সংখ্যা কম তখন অনেক দিকে নজর দিতে হয়। সেক্ষেত্রে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। টিকিটের চাপ ছিল, সব মিলিয়ে প্রেসিডেন্ট হিসেবে দিনটি আমার সেরা সময় ছিল না। কি বলেছি ঠিক মনে নেই। ফাহিম ভাই আমার বয়োজ্যেষ্ঠ, সিনিয়র মানুষ।’
আমারও সিনিয়র প্লেয়ার। সেদিক বিবেচনা করে উনি হয়ত মনঃক্ষুণœ হয়েছেন। আমি মনে করি, খেলোয়াড়ি জীবন থেকেই আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যা সমাধান করা সম্ভব।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা