ম্যাচে একজনেরই ৬ গোল
চট্টগ্রাম আবাহনী ১-৫ মোহামেডান, রহমতগঞ্জ ৬-১ ওয়ান্ডারার্স- ক্রীড়া প্রতিবেদক
- ০৫ জানুয়ারি ২০২৫, ০২:৪২
বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবার দুর্বলতম দল চট্টগ্রাম আবাহনী, ঢাকা ওয়ান্ডারার্স ী ইয়ংম্যান্স ক্লাব ফকিরেরপুল। এই দলগুলোর বিপক্ষেই হচ্ছে গোলউৎসব। ইয়মেন্স ও ওয়ান্ডারার্স ছয় ম্যাচে ১৮টি করে এবং চট্টগ্রাম আবাহনী ১৯ গোল হজম করেছে। কাল চট্টগ্রাম আবাহনীর জালে পাঁচবার বল পাঠিয়েছে মোহামেডডান (৫-১)। আর ওয়ান্ডারার্সকে ৬-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। দুই ম্যাচে ১৩ গোল হলেও কাল বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার লিগে সব আলো কেড়ে নিয়েছেন রহমতগঞ্জের স্যামুয়েল বোয়েটাং। পুরান ঢাকার দলটির ছয় গোলের সবই তার। মানে ডাবল হ্যাটট্রিক। এক ম্যাচে এক জনেরই ছয় গোল দেয়া বিপিএল ফুটবলে এটি দ্বিতীয় ঘটনা। কাল মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে ঘানার এই স্ট্রাইকারের আগে ২০০৭ সালে এই কীর্তি গড়েন নাইজেরিয়ান নোয়ান পল। তার ডাবল হ্যাটট্রিক ছিল ঢাকা মোহামেডানের হয়ে এই রহমতগঞ্জের বিপক্ষেই। টানা ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান। ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রহমতগঞ্জ। ওয়ান্ডারার্স ৪ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে। পয়েন্ট শূন্য চট্টগ্রাম আবাহনীর অবস্থান তলানীতে।
এবারের রহমতগঞ্জ দল বেশ শক্তিশালী। লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে। তবে স্যামুয়েল নিজেকে নিয়ে গেছেন এই মুহূর্তে সর্বোচ্চ গোলদাতার স্থানে। কাল ২৩, ৩৭, ৪৪, ৬৩, ৬৬ ও ৭০ মিনিটে করা এই ছয় গোল তার গোল সংখ্যাকে ১০-এ নিয়ে গেছে। সেই সাথে কামাল বাবুর দলটি ফেডারেশন কাপ এবং লিগ মিলে টানা তিন ম্যাচে করল ১৮ গোল। এর আগে ফেডারেশন কাপে ইয়ংমেন্সের বিপক্ষে ৬-১ এবং এই দলের বিপক্ষে লিগে ৬-০তে জিতেছিল তারা। কাল ওয়ান্ডারার্সের হয়ে সান্ত্বনা সূচক গোল করেন সাইফ সামশুদ ( ৫০ মি.)।
ময়মনসিংহের রফিকউদ্দিন স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে বড় জয় পাবে মোহামেডান এটাই ছিল অনুমেয়। শেষ পর্যন্ত ১০ জন নিয়ে সেই কাজই করেছে আলফাজ আহমেদের দল। এর আগে এক খেলোয়াড় কম নিয়েই সাদাকালো শিবির হারিয়েছিল বসুন্ধরা কিংসকে। কাল ৬৩ ও ৯০ মিনিটে জোড়া গোল করেন সৌরভ দেওয়ান। ৪৭ মিনিটে বুরকিনাফাসোর মুনজের কুলদিয়াতি এবং ৫৫ মিনিটে নাইজেরিয়ান ইমানুয়েল সানডে একটি গোল করেন। ৮৫ মিনিটে মোহামেডান পঞ্চম গোল পায় চট্টগ্রাম আবাহনীর সেলিম রেজার আত্মঘাতীতে। যদিও চট্টগ্রাম আবাহনী (৯০+৫) মিনিটে ব্যবধান কমায় ইমতিয়াজ সুলতান জিতুর পেনাল্টি থেকে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা