রিয়ালের জয় ছাপিয়ে ভিনির লাল কার্ড
- ক্রীড়া ডেস্ক
- ০৫ জানুয়ারি ২০২৫, ০২:৪১
ঘুরে দাঁড়ানোর গল্প রচনায় রিয়াল মাদ্রিদ যে সেরা, সেটা সবারই জানা। সেটা আবার প্রমাণ হলো লা লিগায় গত পরশু ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয়ে। প্রতিপক্ষের মাঠে পিছিয়ে পড়া, গুরুত্বপূর্ণ সময়ে পেনাল্টি মিস, একটি গোল বাতিল হওয়ার পর দলের সেরা খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়র লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হওয়া। এসব কিছুই স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির জয় আটকাতে পারেনি। প্রথমে বদলি নেমে দলকে সমতায় ফেরান লুকা মডরিচ, পরে যোগ করা সময়ে জয়সূচক গোল করে উচ্ছ্বাসে ভাসেন জুড বেলিংহাম। আর এই জয়ে পয়েন্ট টেবিলেও শীর্ষে উঠেছে কার্লো অ্যানচেলোত্তির দল। ১৯ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৪৩। এক ম্যাচ কম খেলা অ্যাথলেটিকো মাদ্রিদ ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয়। এরপরই ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে বার্সেলোনা।
রোমাঞ্চকর জয়ের ম্যাচে ৭৯ মিনিটে বড় ধাক্কা খায় লস ব্লাঙ্কোসরা। প্রতিপক্ষের গোলরক্ষককে আঘাত করে লাল কার্ড দেখেন ভিনিসিয়াস। ভিএআরে মনিটর দেখে রেফারি যখন ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে লাল কার্ড দেখান, তখন রাগে গজরাতে মাঠ ছাড়েন তিনি। এমন আচারণের জন্য কমপক্ষে চার ম্যাচ নিষিদ্ধ হতে পারেন বলে মনে করা হচ্ছে। তেমনটা হলে সুপার কাপে সেমিফাইনালে মায়ার্কোর বিপক্ষে ম্যাচসহ কোপা দেল রে’র ম্যাচে ভিনিকে ছাড়াই মাঠে নামতে হবে এমবাপ্পেদের।
ভ্যালেন্সিয়ার মেস্তেয়া স্টেডিয়ামে প্রথামার্ধে রিয়ালের ছন্নছাড়া ফুটবলের প্রদর্শনীর পর দ্বিতীয়ার্ধে শুরু হয় যত নাটকীয়তা। মরিয়া আক্রমণ চালিয়ে ৫২ মিনিটে পেনাল্টি পেয়ে যায় রিয়াল। তবে স্পটকিক থেকে বল জালে পাঠাতে ব্যর্থ হন বেলিংহাম। ইংলিশ মিডফিল্ডারের নিচু গড়ানো শট গোল পোস্টে লেগে ফিরে আসে। মিনিট তিনেক পরই লক্ষ্য ভেদ করেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু রেফারির অফসাইডের বাঁশি বাজালে বাতিল হয় সেই গোল। ভিনির লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হলে মডরিচকে নামান অ্যানচেলোত্তি। ৮৫ মিনিটে ক্রোয়েট মিডফিল্ডার দলকে সমতায় ফেরান। পরে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে রিয়ালের দুর্দান্ত এক গোলে জয় নিশ্চিত করেন বেলিংহাম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা