এই উইকেটে পেসারদের ছক্কা মারা কঠিন : ইবাদত
- ক্রীড়া প্রতিবেদক
- ০৫ জানুয়ারি ২০২৫, ০২:৪১
শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বছরের পর বছর দেখা যেত টার্নিং উইকেট। ম্যাচ জিততে স্পিনারদের ওপরই ভরসা করতে হতো যেকোনো দলকে। এবারের চিত্রটা একেবারেই ভিন্ন। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মিরপুরে দেখা যাচ্ছে পেস বোলারদের দাপট। এই উইকেটে পেসারদের ছক্কা মারা কঠিন বলে মন্তব্য করেছেন ইবাদত হোসেন।
মিরপুরে এবার আলো ছড়াচ্ছেন পেসাররা। ঢাকা পর্ব শেষে সর্বোচ্চ উইকেটশিকারি বোলারের তালিকায় রাজত্বও করছেন পেসাররা। তিন ম্যাচে ১২ উইকেট নিয়ে এই তালিকায় শীর্ষে আছেন দূর্বার রাজশাহীর তাসকিন আহমেদ। তিন ম্যাচে ছয় উইকেট নেয়া নাহিদ রানা আছেন তিনে, দুই ম্যাচে ছয় উইকেট নেয়া আবু হায়দার রনি আছেন চারে। দেশি পেসারদের এমন পারফরম্যান্সে খুশী ইবাদত।
মিরপুরের উইকেটের প্রশংসা করে ইবাদত বলেন, ‘মিরপুরের উইকেটটি এমন যে ওখানে আপনি যদি হার্ড লেংথে কি.মি. বোলিং করেন তাহলে কেউ মারতে পারবে না। কারণ পেস এবং বাউন্স থাকে ওখানে। একই জায়গা থেকে আপনি স্লোয়ার বলও করতে পারবেন। ওখান থেকে মারাটা খুবই কঠিন। মিরপুরে আগে যে উইকেট থাকতো সেটা স্লো এবং লো থাকতো, এখন প্রচুর পেস হয়।’
তিনি যোগ করেন, ‘নাহিদ রানা ১৪০-৪৫ বোলিং করছে, তাসকিন আছে। আপনি যখন হার্ড লেংথে বোলিং করবেন তখন ওখানে হিট করে ছয় মারা কঠিন হবে। মিরপুরে আসলে এমন উইকেট খুব ভালো। এমন উইকেটে খেলতে পারলে নিজের কাছে ভালো লাগবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা