০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

লিভারপুলে ইতি দেখছেন সালাহ

-

মোহাম্মদ সালাহকে ছাড়া লিভারপুলকে কল্পনা করার অভ্যাস গড়ে তোলার সময় হয়ে এসেছে ক্লাবটির ভক্ত-সমর্থকদের। দীর্ঘ আট বছর অল রেডদের অবিচ্ছেদ্য অংশ হয়ে যাওয়া মিসরীয় ফরোয়ার্ড অবশেষে ক্লাবের সাথে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করলেন। গত কয়েকদিনের জল্পনা-কল্পরা শেষে সালাহ জানালেন, লিভারপুলে এটাই তার শেষ মৌসুম। ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটানো এ তারকা ফুটবলার স্কাই স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন, অ্যান ফিল্ডে নিজের শেষ ছয় মাস কাটাচ্ছেন তিনি।
গত কয়েক মাস ধরেই লিভারপুলের সাথে চুক্তি নবায়ন নিয়ে দর কষাকষি চলছিল সালাহর। তবে আলোচনায় এখন পর্যন্ত কোনো সুরাহা না হওয়ায় ইংলিশ ক্লাবটিতে নিজের ভবিষৎ অনিশ্চিত বলে মনে করেন ৩২ বছর বয়সী এ ফরোয়ার্ড। ক্লাবে চলতি মৌসুমই তার শেষ কি না এমন প্রশ্নে সালাহ বলেন, এখন পর্যন্ত, হ্যাঁ। এটি শেষ ছয় মাস। তাই আমাদের শুধু অপেক্ষা করতে হবে আর দেখতে হবে।
চুক্তি নবায়ন নিয়ে এত জলঘোলার মধ্যেও চলতি মৌসুমে ছন্দের তুঙ্গে আছেন সালাহ। অল রেডদের হয়ে লিগে এ নিয়ে ১৮ ম্যাচে ১৭ গোলের সাথে ১২ গোলে সহায়তা করেছেন মিসরের এ তারকা ফরোয়ার্ড। এ বছর মোট ২৩ অ্যাসিস্ট করা সালাহ লিভারপুলের প্রথম ফুটবলার হিসেবে এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড গড়েন।
ক্লাবের সাথে চুক্তিজনিত সমস্যা নিয়ে খেলার মাঠে মনোযোগে ব্যাঘাত ঘটা স্বাভাবিক। তবে এ জায়গায় ব্যতিক্রম সালাহ। কারণটা মিসরীয় তারকা ফুটবলার মুখ থেকেই শোনা যাক। সালাহ বলেন, ‘যদি কখনো আমার মনোযোগে বিচ্যুতি ঘটে, আমি শুধু নিজেকে স্মরণ করিয়ে দিই এ বলে যে, আমি পেছন ফিরে তাকাতে চাই এবং বলতে চাই কী অবিশ্বাস্য এক মৌসুমই না কাটিয়েছি আমি!’
লিভারপুলে নিজের শেষ প্রত্যাশার কথাও বলেছেন সালাহ, ‘আমার প্রথম চাওয়া হচ্ছে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জেতা। গত ৭-৮ বছরে যত সাক্ষাৎকার দিয়েছি, সব সময় বলে এসেছি, চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই। কিন্তু এ প্রথমবার আমি লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জয়ের কথা বলছি।’


আরো সংবাদ



premium cement
চৌগাছায় স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণের ৩ ঘণ্টা পর উদ্ধার, আটক ২ ভারতের দখলে থাকা কোদলা নদীর ৫ কিলোমিটার উদ্ধার করেছে বিজিবি বাংলার মাটিতেই গুম-হত্যার বিচার হবে : ব্যারিস্টার রুমিন ফারহানা চট্টগ্রাম আদালত থেকে ১৯১১টি মামলার ফাইল ‘উধাও’ বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত সুনামগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান অবনী মোহন গ্রেফতার খালেদা জিয়ার গাড়ির রুট প্রকাশ যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে শীতকালীন ঝড় রাজধানীতে র‌্যাবের বিশেষ চেকপোস্ট ও রোবাস্ট পেট্রোল কার্যক্রম জোরদার সাবেক হুইপ কমলের ক্যাশিয়ার তপনকে পুলিশে দিল ছাত্র-জনতা পদত্যাগের ঘোষণা কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর

সকল