০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

শুটিং দলের থাইল্যান্ড যাওয়া অনিশ্চিত

-

নতুন কমিটি কবে হবে ঠিক নেই। বর্তমান কমিটির সাধারণ সম্পাদক দেশ ছেড়ে চলে গেছেন। ফলে বিশাল খরচের দায়িত্ব নিচ্ছে না বর্তমান কমিটির অন্য সদস্যরা। তাই জাতীয় দলের ক্যাম্প বন্ধ। এই সূত্র ধরেই অনূর্ধ্ব-২১ বাংলাদেশ শুটিং জাতীয় দলের থাইল্যান্ড সফর অনিশ্চিত। ফেব্রুয়ারির ৮-১৫ তারিখে ব্যাংককে হবে এশিয়ার কাপ শুটিং। শুটিং ফেডারেশন চেয়েছিল তিন নারী শুটার সায়েরা আরেফিন, সাজেদা হক এবং জাফিরা খানম চৌধুরী জ্যোতিকে থাইল্যান্ড পাঠাতে। কিন্তু নতুন অ্যাডহক কমিটি গঠিত না হওয়ায় এবং বর্তমান কমিটি সাহসী না হওয়ায় এই আসরে হয়তো অংশই নেয়া হবে না। শুটিং ফেডারেশন সূত্রে জানা গেছে এই তথ্য।

 


আরো সংবাদ



premium cement