০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

অসি বোলারদের তোপে অলআউট ভারত

-

সিডনি টেস্টে কন্ডিশন সুবিধা দারুণভাবে কাজে লাগিয়েছে অস্ট্রেলিয়া। বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ টেস্টে অসি বোলারদের তোপে প্রথম দিনেই প্রথম ইনিংসে ১৮৫ রানে গুটিয়ে গেছে জাসপ্রিত বুমরাহর দল। স্কট বোলান্ডের সাথে মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের দুর্দান্ত বোলিংয়ে গতকাল ৭২.২ ওভারে অলআউট হয়েছে ভারত। ৮০ ওভারের আগে এ নিয়ে সবশেষ ৮ টেস্টে সপ্তমবার থেমে গেল সফরকারীদের প্রথম ইনিংস। আর এই গ্রাউন্ডে গত ৩০ বছরের মধ্যে চতুর্থবার ২০০ আগে থামল কোনো দলের প্রথম ইনিংস। এই মাঠে সবশেষ ২০১২ সালে ১৯১ রানে আউট হয়েছিল ভারতই।
অবশ্য ভারতকে অলআউট করে দিনের শেষ বলে অস্ট্রেলিয়া হারিয়েছে উসমান খাজাকে। তিন ওভারে ৯ রান নিয়ে দিন শেষ করে প্যাট কামিন্সের দল। প্রথম ইনিংসে এখনো ১৭৬ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া। সফরকারীদের অল্পতে গুটিয়ে দেয়ার পথে ৩১ রানে চার উইকেট নেন বোলান্ড। স্টার্কের শিকার তিনটি ও দু’টি উইকেট নেন কামিন্স।
অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্টে ফর্মহীনতার কারণে স্বেচ্ছায় একাদশ সরে দাঁড়ান ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শার্মা। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়কত্ব পালন করা জাসপ্রিত বুমরাহ। ব্যাটিংয়ে নেমে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। লোকেশ রাহুলকে আউটের মধ্য দিয়ে শুরু করেন স্টার্ক। এরপর বোলান্ডের শিকার জয়সওয়াল। দুই উইকেট হারিয়ে শুবমান গিলকে নিয়ে ধৈর্যশীল ব্যাটিংয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা চালান বিরাট কোহলি। অনেকটা সময় উইকেটে কাটিয়ে দু’জনে মিলে ৪০ রানের জুটি গড়ার পর লিয়নের বলে সিøপে স্মিথের হাতে ধরা পড়েন ২০ রান করা গিল। দলীয় স্কোরে ২০ রান যোগ করতেই ব্যক্তিগত ১৭ রানে সাজঘরের পথ ধরেন কোহলিও।
আগের ম্যাচে আগ্রাসী ব্যাটিংয়ের কারণে সমালোচনার মুখে পড়া ঋষভ পান্ত ছিলেন ভারতের সর্বোচ্চ স্কোরার। রবিন্দ্র জাদেজাকে নিয়ে এই ইনিংসের সর্বোচ্চ ৪৮ রানের জুটি গড়ে ব্যক্তিগত ৪০ রানে পান্তকে প্যাভিলিয়নে ফেরান বোলান্ড। পরের বলেই নিতিশ কুমার রেড্ডির উইকেট তুলে নেন তিনি। ইনিংস বড় করতে পারেননি জাদেজাও। তাকে এলবিডব্লিউ ফাঁদে ফেলেন স্টার্ক। বুমরাহকে ফিরিয়ে ভারতের ইনিংসের সমাপ্তি ঘটান কামিন্স।


আরো সংবাদ



premium cement
চট্টগ্রাম আদালতের নথি চুরির ঘটনায় বিচারাধীন মামলায় প্রভাব পড়বে না কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণে সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরি করতে হবে : রফিকুল ইসলাম ‘পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে অভিযান জোরদার করবে সরকার’ সোনাগাজীতে উপজেলা আ'লীগ নেতা গ্রেফতার দেশে ফিরলেন ৯০ জন, ভারতে গেলেন ৯৫ ময়মনসিংহে শীতার্তদের মাঝে সেনাপ্রধানের শীতবস্ত্র বিতরণ এক কার্গো এলএনজি ও ৫০ হাজার টন চাল কিনবে সরকার ‘চব্বিশের বিজয়কে অর্থবহ করতে তরুণ প্রজন্মকে বইমুখী করতে হবে’ সীমান্তে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, লাশ নিয়ে গেল ভারতীয় পুলিশ লন্ডনের উদ্দেশে বাসা থেকে বের হলেন খালেদা জিয়া তুর্কি সামরিক সক্ষমতা, মধ্যপ্রাচ্যে পাল্টে যাচ্ছে সমীকরণ

সকল