০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

পৃথিবীতে তৃতীয় সেরা তাসকিন

৭ উইকেট নেয়া তাসকিন আহমেদের পাশে ৭৩ রানের ম্যাচজয়ী ইনিংস খেলা এনামুল হক বিজয় : ক্রিকইনফো -

হাসতে হাসতেই প্রেস কনফারেন্স রুমে ঢুকলেন তাসকিন আহমেদ। আর হাসবেনই না কেন। তিনিই যে বর্তমানে টি-২০তে বাংলাদেশের সেরা বোলার এবং পৃথিবীতে তৃতীয়। বিপিএলের ইতিহাসে গড়লেন রেকর্ড, ঢাকা ক্যাপিটালসের ইনিংস গুঁড়িয়ে নিলেন ৭ উইকেট। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৪ ওভারে ১৯ রান দিয়ে ৭ উইকেট। ভেঙে দেন পাকিস্তানি মোহাম্মদ আমিরের রেকর্ড। ২০২০ সালে খুলনা টাইগার্সের হয়ে সিলেট রয়্যালসের বিপক্ষে ১৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন আমির।
তাসকিনের এই বোলিং ফিগার স্বীকৃত টি-২০তেও তৃতীয় সেরা। স্বীকৃত টি-২০তে সেরা বোলিং ফিগার মালয়েশিয়ান সাজরুল ইদ্রুসের। চীনের বিপক্ষে ২০২৩ সালে ৮ রানে নেন ৭ উইকেট। এর পরের অবস্থান নেদারল্যান্ডসের কলিন অ্যাকারম্যানের। ২০১৯ সালে ইংল্যান্ডের ভাইটালিটি ব্ল্যাস্টে বার্মিংহাম বিয়ার্সের বিপক্ষে লেস্টারশায়ারের হয়ে ১৮ রানে নেন ৭ উইকেট।
তাসকিনের এমন দিনে ৯ উইকেটে ঢাকা ক্যাপিটালস থামে ১৭৪ রানে। এদিন টস জিতে ব্যাট করতে নামা তাসকিন শুরুতেই নেন উইকেট। দ্বিতীয় ওভার বল করতে এসে নিজের দ্বিতীয় বলেই বাড়তি বাউন্সে কাবু করেন লিটন দাসকে। হকচকিয়ে যাওয়া লিটন ক্যাচ দেন সিøপে। চতুর্থ ওভারে আরেক ওপেনার তানজিদ হাসান ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলতে গিয়ে কিপারের হাতে দেন ক্যাচ। তার প্রাপ্ত ৭ উইকেটের মাঝে এটিকেই সেরা বললেন তাসকিন, ‘আমার কাছে লিটনেই উইকেটটাই সেরা। বাকিগুলোও প্রাপ্তি, তবে ওইটা ভিন্ন অনুভূতি।’
১৭তম ওভারে আবার আঘাত হানেন তাসকিন। তার বলে এবার ফেরেন ৫০ রান করা শাহাদাত হোসেন দিপু। ওই ওভারে তিনি ফেরান চতুরঙ্গ ডি সিলভাকেও। কুয়াশায় ঢাকা দিনে এক প্রান্তে রান উঠলেও তাসকিনকে মেরে খেলতে ব্যাটারদের কষ্ট হয়। নিজের শেষ ওভারের হ্যাটট্রিকের সুযোগ তৈরিসহ তিন উইকেট নেন তাসকিন, ওই ওভারে তাসকিন দেন মাত্র ২ রান।
৭ উইকেট পাবেন, ভাবতে পারছেন?
তাসকিন : ভাবছি। আসলে না ভাবলে হইতো না। হ্যাঁ, উইকেট একটু লাকেরও ফেভার হইতে হয় কিন্তু আমি খুশি যে আমি আলহামদুল্লিলাহ বোলিংয়ে যেটা করতে চাচ্ছি এক্সকিউট সেটা হচ্ছে। মজার বিষয় ছিল যে আমাদের টিমের মেসিয়ার আনোয়ার বলতেছিল যে ভাইয়া তুমি আজকে তুমি চার উইকেট পাবা। ৭ উইকেট পেয়ে গেছি।
অনুভূতি কেমন ?
তাসকিন : ফাইফার তো যে কোনো ফরম্যাটে অনেক স্পেশাল। কারণ অনেকবার তিন উইকেট, চার উইকেট পাইছি কিন্তু উইকেটের সঙ্গে লাকও লাগে পাঁচটা পেতে। বিপিএলের হিস্টোরিতে আমার একটা নাম থাকবে খেলা ছাড়ার পরও , এটা আমার জন্য একটা প্রাউড মোমেন্ট।
উইকেট কেমন ?
হ্যাঁ, একটু চ্যালেঞ্জিং। বোলারদের জন্যও ভালো, ব্যাটারদের জন্যও। বেটার নতুন বলে প্রথম দুই-তিন ওভার ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ থাকতেছে। আস্তে আস্তে ফ্ল্যাট হচ্ছে। যেটা কাজে দিবে পাকিস্তানে এবং দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে। এমন উইকেটে খেললে ভালো কারণ আমরা তো সচারচর ফ্ল্যাট উইকেটগুলোই কম খেলি, ইন্টারন্যাশনালে গিয়ে পাই।
উৎসর্গ-
দিনশেষে আমি যখন ভালো করি বা উইকেট পাই আমার ছেলে আমার বাবা- এরা অনেক খুশি হয়। ডেফিনিটলি ওদের সাপোর্টটাও ইনস্পায়ারেশন। কারণ যেদিন আমি ভালো বোলিং করতে পারি না সে দিন তাসফিন (সন্তান) অনেক মন খারাপ করে। আমার ডিউটি টিমকে সাপোর্ট করা। বাংলাদেশ টিম হোক বা ফ্রাঞ্চাইজি। আল্লাহ যেন আমাকে ফিট রাখে লম্বা সময়।
স্বপ্ন-
শুকরিয়া আল্লাহর কাছে যে আমরা ফাস্ট বোলাররা ইম্প্রুভ করতেছি এবং অনেকেই রেকর্ড গড়ছে বাইরে বা দেশে। এটা খুবই ভালো সাইন। আমার স্বপ্ন লিজেন্ডারি ফাস্ট বোলার হয়ে ক্যারিয়ার শেষ করা। যাতে অনেক উইকেট পাই এবং অনেক কন্ট্রিবিউশন থাকে দেশকে জেতানোর।
হেয়ার কাটের সঙ্গে পারফরম্যান্সের যোগসূত্র-
বাবার ছোটকালের একটা ছবি দেখতেছিলাম, দেখলাম মোচ টোচ রাখা, তাই ভাবলাম এবার আমি একটু রাখি। দোয়া করবেন যেন ২০২৫ টাও ভালো যায়।


আরো সংবাদ



premium cement
রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি : পররাষ্ট্র উপদেষ্টা

সকল