রাজশাহীর প্রথম জয়
- ক্রীড়া প্রতিবেদক
- ০৩ জানুয়ারি ২০২৫, ০০:০৫
বিপিএলের ইতিহাসে সেরা বোলিংয়ের রেকর্ড গড়ে তাসকিন আহমেদ শুরুতে রাখেন ভূমিকা। পরে রান তাড়ায় দলের বিপদে চাপ সামলান এনামুল হক বিজয় ও রায়ান বার্ল। তাতে ঢাকা ক্যাপিটালসকে টানা দ্বিতীয় হারের স্বাদ দিয়ে বিপিএলে নিজেদের প্রথম জয় তুলল দুর্বার রাজশাহী। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গতকাল বিপিএলে দিনের প্রথম ম্যাচে রাজশাহী ম্যাচ জিতল ৭ উইকেটে। আগে ব্যাট করে ১৭৪ রান করেছিল ঢাকা। ওই পুঁজি ১১ বল আগেই জিতে যায় রাজশাহী। ১৯ রানে ৭ উইকেট নিয়ে রাজশাহীর সেরা পারফরমার তাসকিন আহমেদ। ব্যাট হাতে ৪৬ বলে ৭৩ করে অপরাজিত থাকেন বিজয়, বার্ল ৩৩ বলে করেন ৫৫ রান।
১৭৫ রান তাড়ায় নেমে প্রথম ওভারেই মোহাম্মদ হারিসের উইকেট হারায় রাজশাহী। মোস্তাফিজুর রহমানের বলে সিøপে ক্যাচ দেন তিনি। দ্রুত ফিরতে পারতেন এনামুল হক বিজয়, দুই অঙ্কে যাওয়ার আগে তার ক্যাচ ফসকান কিপার লিটন দাস। তবে আরেক ওপেনার জিসান আলমকে তুলে নিতে দেরি হয়নি ঢাকার। ৮ বলে কোন রান না করে তিনি ফেরেন মুকিদুল ইসলাম মুগ্ধের বলে। ইয়াসির আলি রাব্বি থিতু হওয়ার আগে বিদায় নেন।
এর পর রায়ান বার্লকে নিয়ে দারুণ জুটি পান বিজয়। তিনি রয়েসয়ে খেললেও বার্লের ব্যাট ছিলো উত্তাল। রানরেটের চাপ উবে যায় তার ব্যাটের ঝাঁজে। দু’জনে মিলে সহজেই দলকে নিয়ে যান জয়ের কাছে।
এর আগে টস জিতে ব্যাট করতে নামা ঢাকা পড়ে তাসকিনের তোপে। পাওয়ার প্লের মধ্যে তিনি ফিরিয়ে দেন দুই ওপেনারকে। ১৭তম ওভারে আরেক স্পেলে ফিরে নেন জোড়া উইকেট। শেষ ওভারে বল করতে এসে মাত্র ২ রান দিয়ে তিনি নেন ৩ উইকেট। গড়েন ইতিহাস। পরে সহজে ম্যাচও জেতে তার দল দুর্বার রাজশাহী।
সংক্ষিপ্ত স্কোর :
ঢাকা ক্যাপিটালস : ২০ ওভারে ১৭৪/৯ (লিটন ০, তানজিদ ৫, এসকেনাজি ৪৬, শাহাদাত ৫০, পেরেরা ২১, শুভাম ২৪, তাসকিন ৭/১৯, মোহর ১/২২, মুরাদ১/২১)।
দুর্বার রাজশাহী : ১৮.১ ওভারে ১৭৯/৩ (হারিস ১২, জিসান ০, এনামুল ৭৩*, ইয়াসির ২২, বার্ল ৫৫*; মোস্তাফিজ ১/৩৩, মুকিদুল১/৩৭, আলাউদ্দিন ১/৩৫)।
ফল : দুর্বার রাজশাহী ৭ উইকেটে জয়ী
ম্যাচ সেরা : তাসকিন আহমেদ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা