টি-২০র নেতৃত্বে থাকছেন না শান্ত
- ক্রীড়া প্রতিবেদক
- ০৩ জানুয়ারি ২০২৫, ০০:০৫
২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ দলের অধিনায়কত্বের দায়িত্ব দেয়া হয়েছিল নাজমুল হোসেন শান্তকে। সেই মেয়াদ ফুরিয়েছে দুদিন আগেই। তাই অধিনায়ক সংক্রান্ত বিষয়টি সমাধানের জন্য খুব শিগগিরই বৈঠক করবেন বলে জানালেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ‘শান্ত এখনো আমাদের অধিনায়ক, কারণ আমরা এখনো নতুন অধিনায়কের নাম ঘোষণা করিনি। ও সম্প্রতি চোট থেকে ফিরেছে। তবে আমরা বোর্ডে অধিনায়কত্ব নিয়ে শিগগিরই আলোচনা করব।’
তবে শান্তকে হয়তো টি-২০ ফরম্যাটে অধিনায়ক নাও রাখা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সভাপতি। টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে অধিনায়ক হিসেবে থাকতে পারেন শান্তই। গত ১২ ফেব্রুয়ারি শান্তকে সব ফরম্যাটের অধিনায়ক করেছিল বিসিবি। বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক মিশন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপরই জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজ খেলবে টাইগাররা।
গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত আইসিসি টি-২০ বিশ্বকাপ থেকেই শান্তর ফর্ম ও অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ওঠে। পরে তিনি কিছু বোর্ড কর্মকর্তাদের কাছে টি-২০র অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা জানান। তবে চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট শেষে বিসিবি সভাপতির সঙ্গে আলোচনার পর সেই বিষয়টি তখন মীমাংসা হয়েছিল।
পরে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেন শান্ত। তবে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় গ্রোইন ইনজুরিতে পড়ায় তিনি তৃতীয় ম্যাচ এবং পরবর্তী ওয়েস্ট ইন্ডিজ সফর মিস করেন।
এক মাসের পুনর্বাসন শেষে গত মাসে সিলেটে ন্যাশনাল ক্রিকেট লিগ টি-২০ দিয়ে মাঠে ফেরেন ২৬ বছর বয়সী শান্ত। এবং বর্তমানে তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০তে ফরচুন বরিশালের হয়ে খেলছেন। শান্তর নেতৃত্বে ২৪টি টি-২০র মধ্যে ১০টিতে জয় পেয়েছে টাইগাররা যেখানে ১৭ বছর পর টি-২০ বিশ্বকাপে সুপার এইটে ওঠার কৃতিত্ব রয়েছে বাংলাদেশের। তবে ব্যাটিং ফর্ম তখন বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় শান্তর জন্য। ২০২৪ সালে টি-২০তে ১৮.৮৪, যা তার ক্যারিয়ারের অনেক নিচে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা