২ রেকর্ড করে জিতলো শ্রীলঙ্কা
- ক্রীড়া ডেস্ক
- ০৩ জানুয়ারি ২০২৫, ০০:০৫
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজের শেষ ম্যাচে ব্যাটিংয়ে নেমেই ঝড় তুললেন কুশল পেরেরা। তিনে ব্যাটিংয়ে নেমে টি-২০তে দেশের হয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেলেন ৩৪ বছর বয়সী এই বামহাতি ব্যাটার। ৪৪ বলে তিন অঙ্ক স্পর্শ করার পর ৪৬ বলে ৪টি ছক্কা ও ১৩টি চারে ১০১ রান করে ফেরেন পেরেরা। এই ইনিংস খেলার পথে তিনি ভেঙে দেন ২০১১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিলকারতেœ দিলশানের করা ৫৫ বলে করা সেঞ্চুরির রেকর্ড।
নেলসনে গতকাল শেষ টি-২০তে আগে ব্যাট করে ২১৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। যা নিজেদের ইতিহাসে টি-২০তে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। এর আগে ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে ২৬০ রান এই সংস্করণে তাদের সর্বোচ্চ। শেষ পর্যন্ত ৪২৯ রানের এই ম্যাচ ৭ রানে জিতে হোয়াইটওয়াশ এড়াল চারিথ আসালাঙ্কার দল। ২১১ রানে নিউজিল্যান্ডকে থামিয়ে ২০০৬ সালের পর তাদের মাটিতে কোনো টি-২০ ম্যাচ জিতল লঙ্কানরা। আর তিন ম্যাচ সিরিজে কিউইদের কাছে প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর বছরের প্রথম আন্তর্জাতিক ম্যাচটি জিতে সিরিজ ২-১-এ শেষ করল সফরকারীরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা