বিসিবি বনাম ক্রীড়া উপদেষ্টার সহকারী
- ক্রীড়া প্রতিবেদক
- ০৩ জানুয়ারি ২০২৫, ০০:০৫
গত ৩০ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যক্তিগত কর্মকর্তা মাহফুজুল আলমের বিরুদ্ধে। ঘটনাটি বিপিএলের উদ্বোধনী দিনে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচ চলাকালীন সময়ের।
টিকিটের বিশৃঙ্খলা, গ্যালারির প্রস্তুতি নিয়ে দেরি এবং সৌজন্য টিকিট বিতরণে বিলম্বসহ বেশ কিছু অব্যবস্থাপনা নিয়ে বিসিবি সভাপতির কাছে অসন্তোষ প্রকাশ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা। উপস্থিত একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, কথোপকথনের এক পর্যায়ে মাহফুজ উত্তেজিত হয়ে ফারুক আহমেদকে বলেন, ‘আপনি কীভাবে বিসিবি প্রেসিডেন্ট হয়েছেন, তা আমাদের জানা আছে।’
বিসিবি সভাপতি এ বিষয়ে মুখ খুলেননি। তবে মাহফুজ এসব অভিযোগ অস্বীকার করে সংবাদ মাধ্যমকে বলেন, ‘উত্তপ্ত বা অপ্রীতিকর কিছু হয়নি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা