ভয় তো অস্ট্রেলিয়ার পাওয়ার কথা : সুমাইয়া
- ক্রীড়া প্রতিবেদক
- ০২ জানুয়ারি ২০২৫, ০০:০৫
অস্ট্রেলিয়াকে কে না ভয় করে। নিজেদের গ্রুপে যাতে অস্ট্রেলিয়া না থাকে সেটি অনেকেই চান। অথচ অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক সুমাইয়া জানালেন ‘বাংলাদেশকে গ্রুপে দেখে উল্টো শঙ্কিত থাকবে অস্ট্রেলিয়া।’
এবারের অনূর্ধ্ব-১৯ উইমেনস টি-২০ বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড। বিশ্বকাপের দ্বিতীয় আসরটি শুরু হবে আগামী ১৮ জানুয়ারি মালেয়েশিয়ায়। ওই দিনই বাংলাদেশের খেলা নেপালের বিপক্ষে।
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার সাথে চার ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ দল ঢাকা ছাড়বে আজ। সিরিজ শেষে গন্তব্য মালয়েশিয়া। এবারো ১৬ দলের চার গ্রুপের প্রতিটি থেকে তিনটি করে দল যাবে সুপার সিক্সে। সেখানে দু’টি গ্রুপের শীর্ষ দু’টি করে দল যাবে সেমিফাইনালে।
গত অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়েই শুরু করেছিল বাংলাদেশ। সেবার গ্রুপ পর্বের তিনটি ম্যাচই জিতেছিল লাল-সবুজের পতাকা বহনকারীরা। পরে সুপার সিক্স পর্বে ভালো করেও রান রেটের কারণে সেমিফাইনালে খেলতে পারেনি, যা এবারও আত্মবিশ্বাস যোগাচ্ছে সুমাইয়াদের।
দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে সুমাইয়া সুনির্দিষ্ট করে কোনো লক্ষ্যের কথা বলেননি। তবে ভালো করার আশাবাদ। ‘আসলে ওভাবে কিছু ঠিক করিনি। ম্যাচ বাই ম্যাচ খেলার প্রত্যয়। আমাদের দলটা অনেক ভালো। নিজেদের ভূমিকা পালন করতে পারলে ভালো কিছু হবে। আমরা আমাদের শক্তির জায়গা জানি।’
অস্ট্রেলিয়া একই গ্রুপে থাকায় কোনো ভাবান্তর নেই সুমাইয়ার। ‘অস্ট্রেলিয়া হোক বা যে-ই হোক, আমরা আমাদের খেলাটা খেলব। আমরা মনে করি না যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভয় পাওয়ার কোনো কারণ আছে। বরং ওরাই ভয় পাবে যে, বাংলাদেশের গ্রুপে পড়েছে।’
দীর্ঘদিন পর জাতীয় পর্যায়ের কোনো দলকে কোচিং করাচ্ছেন সরওয়ার ইমরান। আশার কথা শোনালেন তিনিও। ‘দলের ফিল্ডিং, বোলিং এগুলো টপ গ্রেডে ধরতে পারেন। ভালো ব্যাটিং করে, তবে অভিজ্ঞতা কম। টি-২০ খেলার অভিজ্ঞতা কম। এজন্য ব্যাটিংকে একটু...। তার পরও গত দুই মাস অনুশীলন করে দলকে একটা অবস্থায় নিতে পেরেছি। ভালো করার ব্যাপারে আমি আশাবাদী।’
ক’দিন আগে অনূর্ধ্ব-১৯ উইমেনস এশিয়া কাপে সুপার ফোর ও ফাইনালে ভারতের বিপক্ষে দু’টি ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হেরে গিয়েছিলেন সুমাইয়ারা। দু’টি ম্যাচে তাদের ইনিংস ছিল ৭৬ ও ৮০।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আসিমা ইরা (সহ-অধিনায়ক), ঈভা, ফাহমিদা ছোঁয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া, ফারজানা, আনিসা সুবহা, সুমাইয়া সুবর্ণা, নিশিতা নিশি, লাকি, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার ও সাদিয়া ইসলাম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা